Vehicle Rule 2019: ‘কম স্পিডে যাচ্ছে তাতেও টাকা, বেশি স্পিডে যাচ্ছে তাতেও টাকা’

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 26, 2022 | 4:55 PM

Vehicle Rule 2019: রাজ্যের সংশোধিত ২০১৯ মোটর ভেইক্যাল আইন চালু হয়েছে। এক ধাক্কায় অনেকটাই বাড়ানো হয়েছে জরিমানার অঙ্ক।

Vehicle Rule 2019: কম স্পিডে যাচ্ছে তাতেও টাকা, বেশি স্পিডে যাচ্ছে তাতেও টাকা
পরিবহন দফতর নিয়ে সরব সুজন

Follow Us

কলকাতা : বুধবার থেকে রাজ্যে কার্যকর হয়েছে সংশোধিত মোটর ভেইক্যাল আইন। আর তাতে জরিমানার অঙ্ক একধাক্কায় অনেকটাই বেড়েছে। আর সেই প্রসঙ্গ টেনে রাজ্য পরিবহন দফতরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ সামনে আনলেন বাম নেতা সুজন চক্রবর্তী। তাঁর দাবি, রাজ্যে পরিবহন দফতরের তোলাবাজি চরমে পৌঁছেছে। রাস্তায় বেরলেই হয় তোলাবাজি, নাহলে জরিমানার চাপে হয়রান হতে হয় বলেও দাবি করেছেন তিনি।

কম স্পিডে গেলে টাকা, বেশি স্পিডে গেলেও টাকা

বুধবার থেকেই এই নতুন আইন কার্যকর হয়েছে। এ দিন সংবাদমাধ্যের মুখোমুখি হয়ে সুজন চক্রবর্তী দাবি করেন, পরিবহন দফতরে এখন শুধুই টাকার খেলা। তিনি বলেন, ‘শুধু টাকা, শুধু টাকা… কম স্পিডে গেলে টাকা। বেশি স্পিডে গেলেও টাকা। আপনাকে দেখে যদি একটু অপ্রকৃতিস্থ বলে মনে হয়, তাতেও টাকা। শুধু টাকার খেলা। পরিবহন দফতরে তোলাবাজি চরমে।’ তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত গাড়ি, ম্যাটাডোর সব ক্ষেত্রে একই সমস্যার মুখে পড়তে হয়। অনেককে পরিস্থিতির চাপে গাড়ি বন্ধ রাখতে হয় বলেও দাবি করেন তিনি।

‘হাইওয়ে বানানো হল কেন, পাড়ার রাস্তা থাকতে পারত’

শহরের হাইওয়েগুলিতে বর্তমানে বসানো রয়েছে স্পিডোমিটার। নির্ধারণ করে দেওয়া মাত্রার বেশি গতিতে গাড়ি চালালেই জরিমানার কোপে পড়তে হয়। সুজন চক্রবর্তী উল্লেখ করেন, ইএম বাইপাস বা নিউ টাউনের মতো রাস্তাতেও ৪০-৪৫ কিলোমিটারের বেশি গতি তুললে স্পিডোমিটারে লাল আলো জ্বলে। হাইওয়েগুলোতেও কেন এমন কম মাত্রা বেঁধে দেওয়া হয়েছে, সেই প্রশ্নই তোলেন সুজন। তাঁর বক্তব্য, ‘হাইওয়ে করেছ কেন? বাইপাস করেছ কেন? তাহলে তো পাড়ার রাস্তা থাকতে পারত। প্রত্যেক রাস্তার তো একটা নিয়ম আছে।’

তিনি আরও বলেন, ‘লাল আলো জ্বললে অফিশিয়ালি টাকা নেওয়া হয়, নাহলে রাস্তার পাশে নিয়ে গিয়ে তোলাবাজির নেওয়া হয়।’

ট্রাফিক আইন লঙ্ঘন করার প্রবণতা ক্রমেই বাড়ছে, দাবি ফিরহাদের

এই প্রসঙ্গে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘ট্রাফিক আইন লঙ্ঘন করার প্রবণতা ক্রমেই বাড়ছিল। সেই জায়গা থেকে জরিমানার পরিমান বাড়ানো হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে। এমনকি কিছু ক্ষেত্রে ট্রাফিক আইন লঙ্ঘন করলে শাস্তির ব্যবস্থাও করা হচ্ছে।’

কী আছে সংশোধিত আইনে?

সংশোধিত আইন অনুযায়ী, আইন ভাঙলে লাইসেন্স সাসপেন্ড করতে পারবে পুলিশ। বিনা হেলমেটে বাইক চালালে জরিমানা ১ হাজার টাকা। ট্রাফিক পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করলে জরিমানা ২ হাজার টাকা।  লাইসেন্স ছাড়া গাড়ি চালালে পাঁচ হাজার টাকা জরিমানা। বেপরোয়াভাবে গাড়ি চালালে পাঁচ হাজার টাকা জরিমানা।  তিন বছরের মধ্যে একই অপরাধে দশ হাজার টাকা জরিমানা। অ্যাম্বুলেন্সকে পথ না ছাড়লে ১০ হাজার টাকা জরিমানা হবে।  দমকলকে পথ না ছাড়লেও ১০ হাজার টাকা জরিমানা হবে।

আরও পড়ুন : Newtown Harassment Case: ঘন ঘন কল যুবকের ফোনে, তারপরই অভিযোগ জানাতে অস্বীকার? নীলছবি কাণ্ডে নয়া মোড়

Next Article