Calcutta High Court: নতুন আশঙ্কা ‘কালীঘাটের কাকু’-র, কী করলেন?

Shrabanti Saha | Edited By: সঞ্জয় পাইকার

Nov 27, 2024 | 11:22 PM

Calcutta High Court: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ২০২৩ সালের ৩০ মে তাঁকে গ্রেফতার করেছিল ইডি। কেন্দ্রীয় সংস্থা গ্রেফতার করার পর দীর্ঘদিন এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন কালীঘাটের কাকু। হৃদযন্ত্রের অস্ত্রোপচারও হয়।

Calcutta High Court: নতুন আশঙ্কা কালীঘাটের কাকু-র, কী করলেন?
সুজয়কৃষ্ণ ভদ্র

Follow Us

কলকাতা: প্রায় দেড় বছর আগে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছে ইডি। দীর্ঘদিন হাসপাতালে ছিলেন। এখন রয়েছেন জেলে। এবার নতুন আশঙ্কা করছেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। তাঁর আশঙ্কা, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করতে পারে সিবিআই। সেই আশঙ্কায় কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলেন তিনি। তাঁর আশঙ্কা, হেফাজতে নেওয়ার জন্য সিবিআই গ্রেফতার করতে পারে। চলতি সপ্তাহে বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ২০২৩ সালের ৩০ মে তাঁকে গ্রেফতার করেছিল ইডি। কেন্দ্রীয় সংস্থা গ্রেফতার করার পর দীর্ঘদিন এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন কালীঘাটের কাকু। তা নিয়ে রাজনৈতিক চাপানউতোরও তৈরি হয়েছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করলেই, হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে প্রশ্ন উঠে। হাসপাতালে ভর্তি থাকাকালীন কালীঘাটের কাকুর হৃদযন্ত্রের অস্ত্রোপচারও হয়। একসময় তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে টানাপোড়েন চলেছিল বেশ কিছুদিন। তারপর জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়।

এর আগে ইডির গ্রেফতারির পর জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন সুজয়কৃষ্ণ। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ওই মামলার শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণা স্থগিত রয়েছে। তারই মধ্যে সিবিআইয়ের হাতে গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিনের আবেদন করলেন কালীঘাটের কাকু।

 

Next Article