Sujay Krishna Bhadra: জোড়া চাপে সুজয়কৃষ্ণ ভদ্র, কন্ঠস্বরের নমুনা মেলায় এবার জেরা করতে চায় CBI

সুজয় পাল | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 25, 2024 | 3:23 PM

Sujay Krishna Bhadra: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জেলে গিয়ে জেরার আবেদন। নতুন তথ্যের ভিত্তিতে জেরা করতে চায় সিবিআই। সুজয় ছাড়াও শান্তনু বন্দ্যোপাধ্যায় ও অয়ন শীলকেও জেরা করতে চায় সিবিআই।

Sujay Krishna Bhadra: জোড়া চাপে সুজয়কৃষ্ণ ভদ্র, কন্ঠস্বরের নমুনা মেলায় এবার জেরা করতে চায় CBI
এবার কাকুকে জেরা করতে চায় CBI
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: সাঁড়াশি চাপে কালীঘাটের ‘কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র।  ইডি-র তদন্তে কণ্ঠস্বরের নমুনা মিলে যাওয়ার পর এবার সুজয়কে জেলে গিয়ে জেরা করার আবেদন জানাল সিবিআই। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জেলে গিয়ে জেরার আবেদন। নতুন তথ্যের ভিত্তিতে জেরা করতে চায় সিবিআই। সুজয় ছাড়াও শান্তনু বন্দ্যোপাধ্যায় ও অয়ন শীলকেও জেরা করতে চায় সিবিআই।

নিয়োগ দুর্নীতি মামলায় ‘কাকু’র কন্ঠস্বর নিয়ে একাধিক ধোঁয়াশা তৈরি হয়েছিল। অবশেষে বুধবার কলকাতা হাইকোর্টে সেই ধোঁয়াশায় ছেদ পড়ল। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রের কন্ঠস্বরের নমুনার রিপোর্ট জমা করে ইডি জানিয়ে দেয়, অডিয়ো ক্লিপে পাওয়া কন্ঠস্বরই সুজয়কৃষ্ণ ভদ্রের। ফরেন্সিক রিপোর্টে তাই ধরা পড়েছে।

ওই অডিয়ো কিল্পে ‘কাকু’কে এক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে কথা বলতে শোনা গিয়েছে। কন্ঠস্বর সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার পরও হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার ভর্ৎসনার মুখে পড়ে ইডি-সিবিআই। কেন তদন্তের অগ্রগতি এত শ্লথ, তা জানতে চান বিচারপতি। এই মামলার পরবর্তী শুনানি ১২ জুন। তার মধ্যে মামলার পরবর্তী রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইডি-সিবিআইকে। হাইকোর্টের নির্দেশের পর তৎপর সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এবার জেলে গিয়ে সুজয়কৃষ্ণ ভদ্রকে জেরা করতে চান।

বিচারপতি তদন্তকারীদের কাছে জানতে চেয়েছেন, “লিপস অ্যান্ড বাউন্ডসের আয় ও সম্পত্তির উৎস কী? তার সঙ্গে নিয়োগ দুর্নীতিরই বা কী যোগ রয়েছে?” উল্লেখ্য এই লিপস অ্যান্ড বাউন্ডসের সরাসরি যোগ ছিল সুজয়কৃষ্ণের। ইডি সে বিষয়টি আগেই আদালতে জানিয়েছে। এবার এই তদন্তের অগ্রগতির জন্য সুজয়কৃষ্ণকে আরও একবার জেরা করতে চায় সিবিআই।

Next Article