Sujaykrishna Bhadra:অসুস্থ কালীঘাটের ‘কাকু’, নিয়ে যাওয়া হল হাসপাতালে, স্থগিত ইডি-র চার্জ গঠন

Sujaykrishna Bhadra: সোমবার ইডি বিশেষ আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র চার্জ গঠনের দিন ছিল। এদিন কালীঘাটের কাকুকে আদালতে নিয়ে আসার পথে, তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Sujaykrishna Bhadra:অসুস্থ কালীঘাটের কাকু, নিয়ে যাওয়া হল হাসপাতালে, স্থগিত ইডি-র চার্জ গঠন
সুজয়কৃষ্ণ ভদ্র (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 30, 2024 | 4:23 PM

কলকাতা: আবারও গুরুতর অসুস্থ কালীঘাটের ‘কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র। প্রেসিডেন্সি জেল থেকে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সুজয়কৃষ্ণের অসুস্থতার কারণে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র চার্জশিট গঠন স্থগিত। ইডি-র দাবি, অন্য হাসপাতালে ‘কাকু’কে নিয়ে যাওয়ার জন্য নিরাপত্তার সুবন্দোবস্ত করা হোক। অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে ‘কাকু’র পালিয়ে যেতে পারেন, আশঙ্কা করছে ইডি।

সোমবার ইডি বিশেষ আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র চার্জ গঠনের দিন ছিল। এদিন কালীঘাটের কাকুকে আদালতে নিয়ে আসার পথে, তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আদালতে সুজয়কৃষ্ণের আইনজীবী জানান, তাঁর মক্কেলের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করতে হবে। আদালত আইনজীবীর আবেদন মঞ্জুর করে। তখনই ইডি আশঙ্কা প্রকাশ করে আবেদন করে,  সুজয়কৃষ্ণকে অন্য হাসপাতালে স্থানান্তরের সময়ে যেন কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বিচারক কলকাতা পুলিশকে নিরাপত্তার ব্যবস্থা করতে নির্দেশ দেন। ২ জানুয়ারি ওই হাসপাতালকে ‘কাকু’র শারীরিক অবস্থার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।