Sukanta Majumdar: হনুমান জয়ন্তীতে সুকান্তর কর্মসূচি বাতিলে চাপ দেওয়ার অভিযোগ

Anjan Roy | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 06, 2023 | 1:31 PM

Sukanta Majumdar: বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, হাইকোর্টের নির্দেশকে হাতিয়ার করে পুলিশ অতি তৎপর। মিছিলে তাঁর উপস্থিতি রুখতে অত্যন্ত বাড়াবাড়ি করছে পুলিশ।

Sukanta Majumdar: হনুমান জয়ন্তীতে সুকান্তর কর্মসূচি বাতিলে চাপ দেওয়ার অভিযোগ
সুকান্ত মজুমদার।

Follow Us

কলকাতা: বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কর্মসূচি বাতিল করতে পুলিশি চাপের অভিযোগ। হুগলির বাঁশবেড়িয়ায় হনুমান জয়ন্তীর মিছিলে যোগ দেওয়ার কথা সুকান্ত মজুমদারের। সেই মিছিলেই যোগদান রুখতে পুলিশি চাপের অভিযোগ উঠছে। বিজেপির দাবি, কর্মসূচির আয়োজকদের চাপ দেওয়া হচ্ছে। পুলিশের তরফ থেকে নাকি বলা হচ্ছে, এই ধরনের কর্মসূচিতে রাজনৈতিক ব্যক্তিত্বকে ডাকা যাবে না। সকাল থেকেই আয়োজকদের ওপর চাপ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, হাইকোর্টের নির্দেশকে হাতিয়ার করে পুলিশ অতি তৎপর। মিছিলে তাঁর উপস্থিতি রুখতে অত্যন্ত বাড়াবাড়ি করছে পুলিশ।

হনুমান জয়ন্তীতে কোনও রকমের বিশৃঙ্খলা, অশান্তি রুখতে মিছিল কিংবা কর্মসূচিতে রাজনৈতিক নেতৃত্বের ভাষণ দেওয়ার ওপর নির্দেশিকা জারি করেছে হাইকোর্ট। আর সেই নির্দেশকে হাতিয়ার করেই পুলিশ পদক্ষেপ করছে। কিন্তু সুকান্তর বক্তব্য, আদালত ভাষণ দিতে বারণ করলেও, নির্দেশিকায় কোথাও বলা নেই যে কর্মসূচিতে অংশগ্রহণ করা যাবে না। বিষয়টা নিয়ে তিনিও চিন্তাভাবনা করছেন। তবে তিনি এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেননি বলেও জানান।

এর আগে একটি মিছিলকে ঘিরে রাজ্যের বেশ কিছু এলাকা অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। প্রশ্নের মুখে পড়ে প্রশাসনের ভূমিকাও। আদালতের ভর্ৎসনার মুখে পড়ে পুলিশ। প্রশাসন কীভাবে এই ধরনের মিছিলের অনুমতি দিল, তা নিয়ে প্রশ্ন তোলেন হাইকোর্টের বিচারপতি। অশান্তির জন্য রাজ্যের কাছে রিপোর্টও তলব করে। সেক্ষেত্রে এই হনুমান জয়ন্তী প্রশাসনের কাছে একটা বড় পরীক্ষা। কোনও রকমের অশান্তি রুখতে হাইকোর্ট রাজ্যকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। পুলিশের আর্জি সত্ত্বেও সুকান্ত এই কর্মসূচিতে অংশ নেন কিনা,সেটাই দেখার।

Next Article