Sukanta Majumdar: নম্বর ভাইরাল করে মোদীর প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে গেলেন অভিষেক: সুকান্ত

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 08, 2023 | 5:54 PM

Sukanta Majumdar: ধরনা মঞ্চ থেকে সুকান্ত মজুমদারের নম্বর প্রকাশ করেথেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে ২০ লক্ষ মানুষ টাকা পায়নি, তাঁদেরকে ওই নম্বর জানিয়ে দেওয়ার কথা বলেছেন অভিষেক।

Sukanta Majumdar: নম্বর ভাইরাল করে মোদীর প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে গেলেন অভিষেক: সুকান্ত
সুকান্ত মজুমদার
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: ব্যক্তিগত মোবাইল নম্বর প্রকাশ করে দেওয়ার জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, সাধারণ মানুষ মোবাইল নম্বর জেনে যাওয়ায় সুবিধা হবে বিজেপির। প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির প্রচারে সুবিধা হবে বলে দাবি করেছেন। এই প্রসঙ্গে সুকান্ত বলেন, “মোদীর প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে গেলেন অভিষেক।”

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, “আমরা ভেবেছিলান কেন্দ্রীয় প্রকল্পের কথা মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়ার জন্য আমার কিংবা আমাদের কারও ফোন নম্বর দেওয়া হবে। বিশ্বকর্মা প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের ব্যাপারে মানুষকে জানানো হবে। কিন্তু আমাদের আগেই অভিষেক স্বয়ং মোদীজির প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে গেলেন।”

সুকান্ত মজুমদার জানান, আগামিদিনে এই নম্বরে যোগাযোগ করে কেন্দ্রীয় প্রকল্পের ব্যাপারে কেউ কিছু জানতে চাইলে সাহায্য করা হবে। তিনি বলেন, “আমার নম্বর ভাইরাল করে দেওয়ার জন্য অভিষেককে ধন্যবাদ।”

উল্লেখ্য, সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দাবি করেছেন, তাঁর নম্বর ভাইরাল হয়ে যাওয়ার পর অনেকেই তাঁকে ফোন করে বলেছেন, যাতে এক টাকাও দেওয়া না হয়। তাঁর দাবি, ২৫ লক্ষ ভুয়ো জব কার্ডের টাকা কার হাতে গেল, সেই জবাব নাকি তাঁর কাছে চাইছেন সাধারণ মানুষ। এমনকী তৃণমূল নেতাদের সম্পর্কে সমালোচনাও করছেন অনেকে, দাবি সুকান্তর।

Next Article