Sukanta Majumdar: প্রবেশিকা না দিয়েই ডাক্তারি পড়ছেন বিধায়কের মেয়ে? ফের টুইটে বিস্ফোরক সুকান্ত

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 16, 2023 | 9:46 PM

Sukanta Majumdar: এর আগে শান্তনু সেনের মেয়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে টুইট করেছিলেন সুকান্ত।

Sukanta Majumdar: প্রবেশিকা না দিয়েই ডাক্তারি পড়ছেন বিধায়কের মেয়ে? ফের টুইটে বিস্ফোরক সুকান্ত

Follow Us

কলকাতা : শান্তনু সেনের পর এবার বিজেপির রাজ্য সভাপতির নিশানায় আরও এক তৃণমূল নেতা। শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের মেয়ে কীভাবে কোনও প্রবেশিকা ছাড়াই মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ পেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বৃহস্পতিবার এই নিয়ে পরপর দুটি টুইট করেছেন সুকান্ত। তবে এব্যাপারে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি সুদীপ্তবাবু। এর আগে তৃণমূল সাংসদ শান্তুনু সেনের বিরুদ্ধে আরজিকরে তাঁর কন্যার ভর্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি। সেই বিতর্ক থামতে না থামতেই আবার আরও এক বিতর্ক সামনে এল।

এদিন পরপর দুটি টুইট করেছেন সুকান্ত। প্রথমটিতে তিনি লিখেছেন, বিধায়ক ড. সুদীপ্ত রায়ের মেয়ে সুবেশা বসু রায় কীভাবে বেসরকারি মেডিক্যাল কলেজ থেকে ২০০২ সালে গুরুত্বপূর্ণ সরকারি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত হলেন? একই সঙ্গে কনিষ্ঠ কন্যা শিল্পা বসু রায়ের কথাও উল্লেখ করেছেন সুকান্ত। তিনি দাবি করেছেন, কোনও পরীক্ষা না দিয়েই ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন বিধায়কের মেয়ে। ‘ডোনার্স কোটা’য় পড়ার সুযোগ পেয়েছেন বলে দাবি করেছেন তিনি।

উল্লেখ্য, এর আগে শান্তনু সেনের মেয়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে টুইট করেছিলেন তিনি। মেডিকেলে  ১ লক্ষ ২১ হাজার ৪৭৩ র‌্যাঙ্ক থাকা সত্ত্বেও কীভাবে আর জি কর মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেলেন শান্তনু সেনের মেয়ে সৌমিলি সেন, সেটাই ছিল বিজেপি সাংসদের প্রশ্ন। সেই প্রসঙ্গে শান্তনু সেন দাবি করেছিলেন, সুবর্ণ বনিকদের জন্য যে আসন সংরক্ষিত থাকে, তাতেই পড়ার সুযোগ পেয়েছেন তাঁর মেয়ে। তাঁর মেয়েকে মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে বলেও দাবি করেছিলেন শান্তনু। তবে নয়া অভিযোগ নিয়ে সুদীপ্ত রায়ের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Next Article