Sukanta Majumder: ‘প্রিন্স অব ক্যামাক স্ট্রিটের’ সঙ্গে ঘনিষ্ঠ বলেই পুলিশের রদবদল! বিস্ফোরক সুকান্ত

Pradipto Kanti Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 04, 2024 | 3:07 PM

Sukanta Majumder: নবান্নের সভাঘরের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশ ও সিআইডি-র একাংশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন। সেদিনই ডিজি-কে বলে দিয়েছিলেন, শীঘ্রই তিনি সিআইডি-তে বদল আনবেন।

Sukanta Majumder: প্রিন্স অব ক্যামাক স্ট্রিটের সঙ্গে ঘনিষ্ঠ বলেই পুলিশের রদবদল! বিস্ফোরক সুকান্ত
সুকান্ত মজুমদার
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: রাজ্য় পুলিশে বড় রদবদল। সরিয়ে দেওয়া হয়েছে গোয়েন্দা প্রধান রাজাশেখরনকে। কিন্তু এর পিছনেও রাজনৈতিক তত্ত্ব খাঁড়া করছেন বিরোধী দলনেিতা। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুদার নিজের এক্স হ্য়ান্ডেলে পোস্ট করলেন, আর তুলে ধরলেন রাজনৈতিক তত্ত্ব। রাজ্য পুলিশের রদবদলের নির্দেশিকার পরই সুকান্ত লিখলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ কয়েকটি সিদ্ধান্তে বোঝা যাচ্ছে, তৃণমূল অন্দরে ক্ষমতার কেন্দ্রবিন্দুর পরিবর্তন হয়েছে।”

উল্লেখ্য, নবান্নের সভাঘরের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশ ও সিআইডি-র একাংশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন। সেদিনই ডিজি-কে বলে দিয়েছিলেন, শীঘ্রই তিনি সিআইডি-তে বদল আনবেন। তারপরই এদিন রাজ্য পুলিশে বদলের নির্দেশিকা। সব থেকে উল্লেখ্যযোগ্য চারটে পদে বদল। সরিয়ে দেওয়া হল গোয়েন্দা প্রধানকেই।

আর এই ইস্যুতে সুকান্ত মজুমদার বলেন, “প্রিন্স অফ ক্যামাকস্ট্রিটের প্রভাব পুলিশ ফোর্স এতদিন বিরোধীদের কন্ঠস্বর দাবিয়ে রাখত। প্রিন্সের ঘনিষ্ঠ পুলিশ আধিকারিকের বদলি এটা বুঝিয়ে দিল মুখ্যমন্ত্রী এখন গোটাটাই একা হাতে নিয়ন্ত্রণ করবেন। প্রশাসন ও দল দুটোই।” সুকান্ত খোঁচা দিয়ে লিখলেন, “এরপরও বন্দ্যোপাধ্যায় পরিবারের অন্তর্দ্বন্দ্ব আর কতটা প্রতীয়মান হবে?”

Next Article