কলকাতা: কামদুনির অভিযুক্তদের ফাঁসির সাজা মুকুব হতেই ক্ষোভে ফেটে পড়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। ফের প্রতিবাদে সরব হয়েছেন টুম্পা কয়াল, মৌসুমী কয়ালরা। হাইকোর্টের রায়কে ঘিরে জলঘোলা হচ্ছে রাজনৈতিক মহলেও। এরইমধ্যে আদালতের রায়ের প্রতিবাদে কামদুনিতে দিনভর চলল বিক্ষোভ। সেখানে একযোগে প্রতিবাদে সরব হতে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সিপিএম নেতা শতরূপ ঘোষ, কংগ্রেস নেতা কৌস্তভ বাগচিদের। দেখা গেল কান্তি গঙ্গোপাধ্যায়কেও। কথা বলেন মৌসুমীদের সঙ্গে।
এদিন সুকান্তর সঙ্গে কামদুনিতে আসেন বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সুকান্ত মজুমদার ও জ্যোতির্ময় সিং মহাতো আসার পর দীর্ঘক্ষণ তাঁরা কামদুনির নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এরপর কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়াল ও মৌসুমী কয়ালদের নিয়ে ধরনা-অবস্থানে বসেন। হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এরপর সোজা চলে যান কামদুনি মোড়ে। সেখানে নির্যাতিতার স্মৃতিতে তৈরি মূর্তিতে পুষ্পার্ঘ্য ও মালা দেন। পাশাপাশি এই ঘটনার তীব্র নিন্দা জানান, সিআইডির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। পরবর্তী নির্যাতিতার পরিবার যে সমস্ত আইনি পদক্ষেপ নেবে সেগুলির পাশে থাকারও আশ্বাস দেন।
প্রসঙ্গত, আদালতের রায় নিয়ে প্রতিবাদের মধ্যেই তীব্র আতঙ্ক রয়েছে গোটা গ্রামে। প্রতিবাদীরা তাঁদের উপর হামলার আশঙ্কাও করছেন। এ জন্য বিজেপির তরফে তাঁদের বেসরকারিভাবে নিরাপত্তা প্রদানের আশ্বাসও দেন সুকান্ত।