নয়া দিল্লি: আরজি কর-কাণ্ডে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করে। মূলত তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের মামলা হলেও শুনানিতে উঠে আসে অভিযোগ, পাল্টা অভিযোগ। রাজ্যের শীর্ষ আদালতে তরফে দাবি করা হয়, চিকিৎসকদের গাফিলতিতে মৃত্যু হয়েছে অন্তত ৩০ জন রোগীর। সেই দাবি যে সম্পূর্ণ মিথ্যা, সে কথাই বললেন ওই মামলার অন্যতম আইনজীবী করুণা নন্দী। আরজি কর মামলায় সিনিয়র চিকিৎসকদের পক্ষে লড়ছেন সিনিয়র আইনজীবী করুণা নন্দী।
TV9-কে দেওয়া সাক্ষাৎকারে করুণা নন্দী বলেন, মুখ্যমন্ত্রী ও পদস্থ তৃণমূল নেতারা দাবি করেছেন অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে চিকিৎসকদের অবহেলায়। এটা সম্পূর্ণ মিথ্যা। শুধু তাই নয়, এই অভিযোগ তুলে মৃতদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তও যে সঠিক নয়, সে কথাও বলেছেন করুণা নন্দী।
সুপ্রিম কোর্টের আইনজীবীর বক্তব্য, ক্ষতিপূরণ দিয়ে রাজ্য আদতে চিকিৎসকদের সমস্যায় ফেলেছেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেও মন্তব্য করেছেন তিনি। আগামী সোমবার আরজি কর মামলার পরবর্তী শুনানিতে এই বিষয়টি তিনি তুলে ধরবেন বলেও উল্লেখ করলেন।
আইনজীবীর বক্তব্য, আরজি করে যা হয়েছে, সেই ধরনের ঘটনা বন্ধ করতে রাজ্যের সার্বিক পরিকাঠামোয় পরিবর্তন আনা জরুরি। তার জন্য রাজ্য সরকারের ওপর যে চাপ তৈরি করা হয়েছে, সেটা থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি।