Supreme Court On Recruitment Scam: ‘আমরা বিভ্রান্ত’, রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতের

Jyotirmoy Karmokar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 31, 2023 | 2:31 PM

Supreme Court On Recruitment Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শুনানিতে বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চের মন্তব্য, "আমরা বিভ্রান্ত, কোন মামলা শুনব, কোন মামলা শুনব না, সেটা বুঝতেই পারছি না।"

Supreme Court On Recruitment Scam: আমরা বিভ্রান্ত, রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতের
সুপ্রিম কোর্ট
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: রাজ্যের একের পর এক নিয়োগ দুর্নীতি মামলায় বিভ্রান্ত খোদ দেশের শীর্ষ আদালত। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শুনানিতে বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চের মন্তব্য, “আমরা বিভ্রান্ত, কোন মামলা শুনব, কোন মামলা শুনব না, সেটা বুঝতেই পারছি না।” তাঁদের আরও বক্তব্য, “এখন এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, নাকি ২০১৪, ২০১৬, ২০১৭- কোন মামলা শুনব, আমরা বুঝতেই পারছি না।”  সুপ্রিম কোর্টে তিনটি আলাদা এজলাসে আলাদা বিষয়ে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল। অর্থাৎ কোনটা এসএসসি, কোনটা প্রাইমারি, কোনওটা আবার অন্য-এরকম একাধিক মামলা রয়েছে। গত কয়েক মাসেই সুপ্রিম কোর্টে এরকম একাধিক মামলায় একাধিক বেঞ্চে পিটিশন ফাইল হচ্ছে।

বাংলার নিয়োগ দুর্নীতির এক গুচ্ছ মামলা নিয়ে শীর্ষ আদালতের বিচারপতিরাই যে বিভ্রান্ত, তাই এদিন শীর্ষ আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট। সুপ্রিম কোর্টের বক্তব্য, এত গুলো মামলার ভিন্ন শুনানির ক্ষেত্রেও অনেক সময় লাগবে। সোমবার সুপ্রিম কোর্টে তাই এই নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত কোনও শুনানি হয়নি। সব মামলা পরবর্তী ক্ষেত্রে এক সঙ্গে শোনা হবে। পরবর্তীতে একটি দিন ধার্য করা হবে এবং সেদিন সব মামলার শুনানি একসঙ্গে হবে বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত। পুরনো যে মামলাগুলিতে স্থগিতাদেশ দেওয়া রয়েছে, তা আপাতত স্থিতাবস্থাতেই থাকবে বলে জানানো হয়েছে।

কলকাতা হাইকোর্টের পাশাপাশি দেশের শীর্ষ আদালতেও বাংলার শিক্ষাক্ষেত্রে নিয়োগে দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলার শুনানি চলছে। কিছু মামলার শুনানি এখনও বাকি। সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই মামলাগুলিকে নিয়ে আগে শ্রেণিবিন্যাসও করেছিলেন। পশ্চিমবঙ্গে স্কুলে নিয়োগে দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলা এক যোগে শুনানি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এর আগে বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ এমনটা জানিয়েছিল। বিচারপতি হৃষিকেশ রায় গত মার্চ মাসেই বলেছিলেন, “নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলা এক যোগে শুনানি করাই শ্রেয়।” যদিও শীর্ষ আদালতে এসএসসি-র আইনজীবী সওয়াল করেছিলেন, এসএসসি-র শিক্ষাকর্মী নিয়োগ মামলা ও স্কুলে শিক্ষক নিয়োগ মামলা দুটি পৃথক। সেক্ষেত্রে একসঙ্গে শুনানিতে জটিলতা তৈরি হতে পারে।

Next Article