Election Commission: ভোটের আগেই ৯৪ হাজার বুথে গিয়ে সমীক্ষা! রাজ্য অধীনস্থ সংস্থার কাজ দেখবে কমিশন
Assembly Election 2026: কমিশন সূত্রে খবর, পুরো কাজের জন্য রাজ্য সরকারের অধীনস্থ একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বুথে বুথে গিয়ে তাদের সরজমিনে সবটা খতিয়ে দেখতে হবে। কোন বুথে কী প্রয়োজন সেই রিপোর্ট দিতে হবে কমিশনের কাছে।

কলকাতা: সেই কবেই বেজে গিয়েছে ভোটের দামামা। হাতে মেরে কেটে আর কয়েক মাস বাকি। এদিকে বুথের বেহাল দশা নিয়ে হাজারও অভিযোগ ভোট কর্মীদের। অসুবিধার সম্মুখীন হন ভোটাররাও। পরিকাঠামো উন্নয়নে কী কী প্রয়োজন. কী হলে আরও ভাল করে ভোটপ্রক্রিয়া শেষ করা যায় তা বুঝতে চাইছে নির্বাচন কমিশন। এই বিষয়ে বিশদ তথ্যের খোঁজে রাজ্যের প্রায় ৯৪ হাজার বুথে সমীক্ষা কাজে নামতে চলেছে কমিশন। এমনটাই খবর সূত্রের।
কমিশন সূত্রে খবর, পুরো কাজের জন্য রাজ্য সরকারের অধীনস্থ একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বুথে বুথে গিয়ে তাদের সরজমিনে সবটা খতিয়ে দেখতে হবে। কোন বুথে কী প্রয়োজন সেই রিপোর্ট দিতে হবে কমিশনের কাছে। সেই রিপোর্টের ভিত্তিতেই আগামীতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
আপাতত ঠিক হয়েছে রাজ্য সরকারের সংস্থা ‘দ্য ম্যাকিন্টশ বার্ন লিমিটেড’ ওই সমীক্ষার কাজ করবে। কমিশন সূত্রে খবর, মাসের শেষে সর্বদলীয় বৈঠকের পরেই সমীক্ষার ৯৪ হাজার বুথে পরিকাঠামো সমীক্ষার কাজে নেমে পড়বে সংস্থাটি। তাদের প্রতিনিধিদের প্রতিটি বুথে যেতে হবে। সমস্ত দিক খতিয়ে দেখে সেই দলের রিপোর্ট চলে যাবে কমিশনের কাছে। উল্লেখ্য, এর আগে জেলাস্তরে এই কাজ করা হত জেলাশাসক মারফত। এবার সরাসরি কাজ দেখবে নির্বাচন কমিশন। তাই এই কাজ এবারে আলাদা মাত্রা পাবে বলেই মত ওয়াকিবহাল মহলের।
