Suvendu Adhikari: ১২ ডিসেম্বরের বদলে কত তারিখ? ক্যালেন্ডারের ‘বিকল্প দিন’ জানিয়ে দিলেন শুভেন্দু

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 12, 2022 | 6:36 PM

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী নিজের বলা তিন দিনের ব্যাখ্যা দিতে গিয়ে জানালেন, তারিখ উল্লেখ করা মানে সরকার বদলে যাবে, সে কথা তিনি জানাননি। তাহলে কেন তিনি এই কথা বলেছিলেন? সেই কথাও জানালেন তিনি।

Suvendu Adhikari: ১২ ডিসেম্বরের বদলে কত তারিখ? ক্যালেন্ডারের বিকল্প দিন জানিয়ে দিলেন শুভেন্দু
হাজরায় শুভেন্দু

Follow Us

কলকাতা: শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সম্প্রতি ডিসেম্বর মাসের যে তিনটি তারিখের কথা উল্লেখ করেছিলেন, সোমবার ছিল তার প্রথম দিন। ১২ ডিসেম্বর। তিনি বলেছিলেন, ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’। কিন্তু সোমবার এখনও পর্যন্ত সেই অর্থে বড় কোনই ইস্যু ঘটেনি বাংলায়। এদিন বিকেলে হাজরায় বিজেপির সভা থেকে স্বাভাবিকভাবেই উঠে আসে এই তিনদিনের কথা। শুভেন্দু অধিকারী নিজের বলা তিন দিনের ব্যাখ্যা দিতে গিয়ে জানালেন, তারিখ উল্লেখ করা মানে সরকার বদলে যাবে, সে কথা তিনি জানাননি। তাহলে কেন তিনি এই কথা বলেছিলেন? সেই কথাও জানালেন তিনি।

হাজরার সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বললেন, “আমি তিনটি তারিখ আপনাদের বলেছিলাম। ১২,১৪ ও ২১ তারিখ। কেন বলেছিলাম? এই তিনটি তারিখ মানে সরকার পরিবর্তন হবে, একথা বলিনি। ৭০ জন নিয়ে আমরা অন্যের বিধায়কদের ভাঙিয়ে সরকার তৈরি করতে, এটা আমাদের দল মানে না, আমরা চাইও না।” পাশাপাশি বিচার ব্যবস্থার উপরে যে তাঁদের আস্থা আছে, এই কথাও এদিন সভা থেকে বার বার বুঝিয়ে দিলেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর বক্তব্য, “ডিসেম্বরে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতাকে পাল্টাতে হবে।” তিনি জানালেন, “ডিসেম্বরে এই সরকারের উপর আমাদের লড়াই অন্তিম জায়গায় পৌঁছে গিয়েছে।”

এদিন সভামঞ্চ থেকে আবার বিকল্প তারিখের আভাসও দিয়ে রাখলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, “পশ্চিম বাংলার বড় ডাকাত, ধেড়ে ইঁদুর জেলের ভিতরে যাবেই। শুধু সময়ের অপেক্ষা। ১২ ডিসেম্বরটা ১৩ জানুয়ারি হতে পারে। ১৪ ফেব্রুয়ারি হবে না। এ কথা দায়িত্ব নিয়ে বিরোধী দলনেতা এত মানুষকে সাক্ষী রেখে বলে গেলাম।”

প্রসঙ্গত, বিজেপি শিবির থেকে বিগত বেশ কিছুদিন ধরেই ডিসেম্বর মাসে বড় কিছু হওয়ার ইঙ্গিত দেওয়া হচ্ছিল। পরে শুভেন্দু অধিকারী আরও একধাপ এগিয়ে ১২, ১৪ ও ২১ ডিসেম্বরের কথা উল্লেখ করেছিলেন। কিন্তু ১২ ডিসেম্বর সেই অর্থ বড় কোনও ঘটনা দেখা গেল না। আর এরপরই শুভেন্দু অধিকারী হাজরার সভামঞ্চ থেকে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন।

Next Article