Suvendu Adhikari: ‘আপনাকে তাড়া করে বেড়াব আমরা’, নবান্নে দাঁড়িয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

Deeksha Bhuiyan | Edited By: সায়নী জোয়ারদার

Dec 20, 2023 | 4:02 PM

BJP: নবান্নের ভিজিটার্স রুমের একটি ছবিও সামনে এসেছে। যেখানে শুভেন্দু অধিকারী, চন্দনা বাউড়ি, শঙ্কর ঘোষকে দেখা যাচ্ছে। তাঁদের হাতে পোস্টার, 'বঞ্চিত বাংলার জনগণ'। তাতে রয়েছে বেশ কিছু খতিয়ানের উল্লেখ। ১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা সংক্রান্ত তথ্য লেখা তাতে।

Follow Us

কলকাতা: দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বুধবার যখন সাক্ষাৎ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সকালেই নবান্নে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আচমকাই এদিন বিজেপি বিধায়কদের নিয়ে নবান্নে যান শুভেন্দু। চন্দনা বাউড়ি, শঙ্কর ঘোষ, বিশাল লামা ছিলেন শুভেন্দুর সঙ্গে। এদিন নবান্নে পৌঁছে তিনি স্বরাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করতে যান বলে খবর। সঙ্গে শঙ্কর ঘোষ-সহ বেশ কয়েকজন।

এদিকে নবান্নের ভিজিটার্স রুমের একটি ছবি প্রথম সামনে এসেছে। যেখানে শুভেন্দু অধিকারী, চন্দনা বাউড়ি, শঙ্কর ঘোষ, বিশাল লামাদের দেখা যায়। তাঁদের হাতে পোস্টার, ‘বঞ্চিত বাংলার জনগণ’। তাতে রয়েছে বেশ কিছু খতিয়ানের উল্লেখ। ১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা সংক্রান্ত তথ্য লেখা তাতে।

পরে শুভেন্দু নবান্নের বাইরে বেরিয়ে এসে বলেন, “আমরা আজকে না জানিয়ে আধ ঘণ্টা আগে ফোন করে এসেছি। মুখ্যমন্ত্রী সাংসদদের নিয়ে গিয়েছেন বঞ্চনার কথা বলতে। অথচ পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করছে রাজ্য সরকার। এটাই বলতে এসেছি। আমাদের বিরোধী দলের বিজেপি সাংসদ বিধায়কদের প্রশাসনিক সভাতে ডাকা হয় না। আমাদের সমর্থক ভোটার হলে শৌচালয়, আবাস থেকে বঞ্চিত করা হয়। বাংলার জনগণকে বঞ্চিত করে, কেন্দ্রের টাকা নয়ছয় করে, বাংলায় বিরোধীদের কণ্ঠরোধ করে দিল্লিতে নাটক করতে গিয়েছেন। পাল্টা আমরা যুক্তি, তর্ক, তথ্য দিয়ে বলে গেলাম।”

মুখ্যসচিবের সঙ্গে দেখা করেন বলে জানান শুভেন্দু অধিকারী। তিনি জানান, ১৪৪ ধারা থাকে নবান্নে। আগে থেকে বললে সেক্ষেত্রে তাঁরা ঢুকতে পারতেন না বলেও আশঙ্কা প্রকাশ করেন বিরোধী দলনেতা। শুভেন্দুর কথায়, “আমরা আইন মেনে চলা দল। আমি-সহ চারজন বিধায়ক এসেছি আজ। ৫ জনের সংখ্যা পার করিনি। নবান্নতে এসে আমরা বলে গেলাম লড়াই হবে। এক ইঞ্চিও জায়গা আপনাকে ছাড়ব না। আপনাকে তাড়া করে বেড়াব আমরা। “

কলকাতা: দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বুধবার যখন সাক্ষাৎ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সকালেই নবান্নে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আচমকাই এদিন বিজেপি বিধায়কদের নিয়ে নবান্নে যান শুভেন্দু। চন্দনা বাউড়ি, শঙ্কর ঘোষ, বিশাল লামা ছিলেন শুভেন্দুর সঙ্গে। এদিন নবান্নে পৌঁছে তিনি স্বরাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করতে যান বলে খবর। সঙ্গে শঙ্কর ঘোষ-সহ বেশ কয়েকজন।

এদিকে নবান্নের ভিজিটার্স রুমের একটি ছবি প্রথম সামনে এসেছে। যেখানে শুভেন্দু অধিকারী, চন্দনা বাউড়ি, শঙ্কর ঘোষ, বিশাল লামাদের দেখা যায়। তাঁদের হাতে পোস্টার, ‘বঞ্চিত বাংলার জনগণ’। তাতে রয়েছে বেশ কিছু খতিয়ানের উল্লেখ। ১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা সংক্রান্ত তথ্য লেখা তাতে।

পরে শুভেন্দু নবান্নের বাইরে বেরিয়ে এসে বলেন, “আমরা আজকে না জানিয়ে আধ ঘণ্টা আগে ফোন করে এসেছি। মুখ্যমন্ত্রী সাংসদদের নিয়ে গিয়েছেন বঞ্চনার কথা বলতে। অথচ পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করছে রাজ্য সরকার। এটাই বলতে এসেছি। আমাদের বিরোধী দলের বিজেপি সাংসদ বিধায়কদের প্রশাসনিক সভাতে ডাকা হয় না। আমাদের সমর্থক ভোটার হলে শৌচালয়, আবাস থেকে বঞ্চিত করা হয়। বাংলার জনগণকে বঞ্চিত করে, কেন্দ্রের টাকা নয়ছয় করে, বাংলায় বিরোধীদের কণ্ঠরোধ করে দিল্লিতে নাটক করতে গিয়েছেন। পাল্টা আমরা যুক্তি, তর্ক, তথ্য দিয়ে বলে গেলাম।”

মুখ্যসচিবের সঙ্গে দেখা করেন বলে জানান শুভেন্দু অধিকারী। তিনি জানান, ১৪৪ ধারা থাকে নবান্নে। আগে থেকে বললে সেক্ষেত্রে তাঁরা ঢুকতে পারতেন না বলেও আশঙ্কা প্রকাশ করেন বিরোধী দলনেতা। শুভেন্দুর কথায়, “আমরা আইন মেনে চলা দল। আমি-সহ চারজন বিধায়ক এসেছি আজ। ৫ জনের সংখ্যা পার করিনি। নবান্নতে এসে আমরা বলে গেলাম লড়াই হবে। এক ইঞ্চিও জায়গা আপনাকে ছাড়ব না। আপনাকে তাড়া করে বেড়াব আমরা। “

Next Article