কলকাতা: নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে উল্লেখ করেছে শীর্ষ আদালত। রাজনৈতিক দলগুলিকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, যে সব বন্ড এখনও ভাঙানো হয়নি, সেগুলির টাকা ফেরত দিতে হবে দলগুলিকে। দীর্ঘ দিন ধরে মামলা চলার পর বৃহস্পতিবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই রায়ে তৃণমূল সমস্যায় পড়বে বলে মন্তব্য করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সন্দেশখালি যাওয়ার পথে তিনি দাবি করেছে, সুপ্রিম কোর্টের রায়ের পর ১০০০ কোটি টাকা ফেরত দিতে হবে তৃণমূলকে।
শুভেন্দু অধিকারী এদিন বলেন, আজ তো সুপ্রিম কোর্ট ইলেকটোরাল বন্ড বাতিল করে দিয়েছে। টাকা ফেরত দিতে বলেছে। এক হাজার কোটি টাকা তৃণমূলের অ্যাকাউন্টে আছে। সেই টাকা ফেরত দিতে হবে। মমতার প্লেন চড়া বন্ধ। শুভেন্দুর দাবি, আগে তৃণমূলের বন্ডে ৮৫৬ কোটি ছিল, সেটা এখন এক হাজার কোটি হয়েছে। তিনি বলেন, আমি সব হিসেব রাখি। পাথরের টাকা, কয়লার টাকা, গরু পাচারের টাকা ফেরত দিতে হবে এবার।
গত বছর অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর-এর প্রকাশ করা রিপোর্টে জানা যায়, ২০২১-২২ আর্থিক বছরে তৃণমূলের সম্পদের উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। বেড়ে হয়েছে ৪৫৮.১০ কোটি টাকা। বৃদ্ধির হার ১৫১.৭০ শতাংশ বলে উল্লেখ করা হয়েছিল।
শীর্ষ আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে অবিলম্বে ইলেকটোরাল বন্ড বিক্রি বন্ধ করতে হবে। এছাড়া নির্বাচনী বন্ডের মাধ্যমে কোন রাজনৈতিক দল কত আর্থিক অনুদান পেয়েছে, সেটাও জানানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কত তারিখে নির্বাচনী বন্ড কেনা হয়েছে, কে নির্বাচনী বন্ড কিনেছেন, কোন রাজনৈতিক দল নির্বাচনী বন্ডের মাধ্যমে কত টাকা অনুদান পেয়েছে, তা জাতীয় নির্বাচন কমিশনকে জানাতে বলা হয়েছে।