Suvendu Adhikari: ‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রে সচিবালয়কে ব্যবহার’, নবান্নে কেজরী-মমতা বৈঠক নিয়ে প্রশ্ন শুভেন্দুর

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 24, 2023 | 11:30 AM

Suvendu Adhikari: বিজেপি বিরোধী জোট নিয়ে নবান্নে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু বিরোধী জোটের ব্যাপারে কংগ্রেসের প্রসঙ্গ এড়িয়ে যান দু’জনেই।

Suvendu Adhikari: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রে সচিবালয়কে ব্যবহার, নবান্নে কেজরী-মমতা বৈঠক নিয়ে প্রশ্ন শুভেন্দুর
টুইটে কটাক্ষ শুভেন্দুর

Follow Us

কলকাতা: “নবান্নে রাজনৈতিক বৈঠক কেন?” প্রশ্ন তুললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নবান্নে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল-সহ তথা আম আদমি পার্টি (আপ)-র নেতাদের সঙ্গে বৈঠকের পরই বুধবার তোপ দাগলেন শুভেন্দু। তিনি প্রশ্ন তোলেন, নবান্ন প্রশাসনিক ভবন। সেখানে কীভাবে সেখানে রাজনৈতিক বৈঠক হয়? আর সেই বৈঠকে মুখ্যসচিব কেন ছিলেন? শুভেন্দু আরও প্রশ্ন তোলেন, দুই সরকারের মধ্যে কী কোন মউ স্বাক্ষর হয়েছে?


প্রসঙ্গত, বিজেপি বিরোধী জোট নিয়ে নবান্নে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এদিন বিরোধী জোট নিয়ে আলোচনা হলেও কংগ্রেসের প্রসঙ্গ এড়িয়ে যেতে দেখা যায়। বৈঠকের পর নবান্নে যৌথ সাংবাদিক বৈঠক করেন তাঁরা। মূলত দিল্লিতে বিতর্কিত অধ্যাদেশকে আইনি রূপ দিতে কেন্দ্র যদি সংসদে বিল আনে, তাহলে তৃণমূল বিরোধিতা করবে। সেই কথা বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে, প্রশাসনিক বৈঠকে কীভাবে রাজনৈতিক আলোচনা-বৈঠক সম্ভব, সেটা নিয়েই সরব হয়েছেন বিরোধী দলনেতা। টুইটে অভিযোগ করেছেন, রাজনৈতিক বৈঠকে সচিবালয়কে ব্যবহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা-কেজরীবাল বৈঠকে ‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র বৈঠক’ বলেও উল্লেখ করেছেন তিনি।

Next Article