Suvendu Adhikari: মমতা ফেরার পরই ফের দিল্লি যেতে পারেন শুভেন্দু, বাড়ছে জল্পনা

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 04, 2022 | 1:02 PM

Suvendu Adhikari: কয়েকদিন আগেই দিল্লি গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। অমিত শাহ, জেপি নাড্ডার সঙ্গে বৈঠকেও বসেছিলেন তিনি।

Suvendu Adhikari: মমতা ফেরার পরই ফের দিল্লি যেতে পারেন শুভেন্দু, বাড়ছে জল্পনা
দিল্লি সফরে শুভেন্দু!

Follow Us

কলকাতা: বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ফেরার পরই ফের দিল্লি সফরে যেতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মাত্র ৯ দিনের ব্যবধানে আবারও শুভেন্দু দিল্লি যেতে পারেন বলে বিজেপি সূত্রে খবর। আগামী ১১ অগস্ট দিল্লি যেতে পারেন নন্দীগ্রামের বিধায়ক। সূত্রের খবর, ওই সময়েই উপ রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করতে পারেন জগদীপ ধনখড়। আর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা শুভেন্দুর। পাশাপাশি, মমতার সফরের পরই দিল্লি গিয়ে নন্দীগ্রামের বিধায়ক কোনও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন কি না, সে দিকেই নজর থাকছে রাজনৈতিক মহলের।

সব ঠিক থাকলে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের উপ রাষ্ট্রপতি হওয়া সময়ের অপেক্ষা। এরপর ১১ অগস্ট শপথ গ্রহণ করতে পারেন তিনি। আর উপ রাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড়ের শপথ গ্রহণ রাজনৈতিকভাবেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাজ্যপাল থাকাকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে বারবার সরব হতে দেখা গিয়েছিল ধনখড়কে। বিভিন্ন সময়ে রাজ্যের পরিস্থিতি নিয়ে ধনখড়ের সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছে শুভেন্দুকে। তাই ধনখড়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে শুভেন্দুর উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। শুধু তাই নয়, উপ রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে এনডিএ জগদীপ ধনখড়কে বেছে নেওয়ার পরই তৃণমূল জানিয়ে দেয় যে তারা ভোটদানে অংশ নেবে না।

শুধুমাত্র শপথ গ্রহণ অনুষ্ঠানই নয়, শুভেন্দু দিল্লি গেলে কেন্দ্রীয় নেতা বা মন্ত্রীদের সঙ্গেও তাঁর দেখা হতে পারে। কিছুদিন আগেই দিল্লি সফরে গিয়ে অমিত শাহ, জে পি নাড্ডা সহ একাধিক নেতা-মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। একদিনে ৮টি বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। এবারও বেশ কয়েকটি রাজনৈতিক কর্মসূচি থাকতে পারে বলে সূত্রের খবর। বর্তমানে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতে পারে আলোচনা। রাজ্য জুড়ে কেন্দ্রীয় সংস্থার তদন্ত তো চলছেই, সেই সঙ্গে সদ্য রদবদল হয়েছে রাজ্যের মন্ত্রিসভায়।

তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, শুভেন্দু যদি দিল্লি যান তাহলে তা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের ঠিক পরই। বৃহস্পতিবার ৪ দিনের দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর দেখা করার সম্ভাবনাও রয়েছে। দেখা করতে পারেন সোনিয়া গান্ধীর সঙ্গেও। বর্তমান পরিস্থিতিতে বিরোধীরা, শাসক দলকে কোনঠাসা করতে উদ্যত হয়েছে। এই অবস্থায় মমতার সফরকেও গুরুত্ব দিয়ে দেখছেন বিশ্লেষকরা।

Next Article