Suvendu Adhikari: ‘মমতার পুলিশ নয়নকে গৃহবন্দি করেছে’, হাইকোর্টে ছুটলেন শুভেন্দু

Pradipto Kanti Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 13, 2024 | 12:51 PM

Suvendu Adhikari: বুধবার শুভেন্দু নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। বিরোধী লিখেছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ভোট প্রভাবিত করতে ও তৃণমূলকে জেতাতে মেদিনীপুরের বিজেপি নেতা নয়ন দে-কে গৃহবন্দি করে রেখেছে। ক্রমাগত তাঁর বাড়ির উপর নজর রেখে চলেছে।

Suvendu Adhikari: মমতার পুলিশ নয়নকে গৃহবন্দি করেছে, হাইকোর্টে ছুটলেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী, বিধানসভার বিরোধী দলনেতা
Image Credit source: Facebook

Follow Us

মেদিনীপুর: রাজ্যের ছ’টি কেন্দ্রে উপনির্বাচন চলছে। তার মধ্যে মেদিনীপুর অন্যতম। তবে সকালবেলাই বিস্ফোরক অভিযোগ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, ভোটের আগের রাতে অর্থাৎ মঙ্গলবার মেদিনীপুরের বিজেপি নেতা নয়ন দে-কে গৃহবন্দি করে রেখেছে পুলিশ। তাঁকে বাড়ির বাইরে বেরতে দিচ্ছে না। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলা করেছেন বিরোধী দলনেতা। বিকেল চারটে নাগাদ শুনানি হবে। পাশাপাশি বিজেপির তরফে শিশির বাজোরিয়া কমিশনে অভিযোগ জানিয়েছেন। সেই অভিযোগই খারিজ কমিশনের।

বুধবার শুভেন্দু নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। বিরোধী লিখেছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ভোট প্রভাবিত করতে ও তৃণমূলকে জেতাতে মেদিনীপুরের বিজেপি নেতা নয়ন দে-কে গৃহবন্দি করে রেখেছে। ক্রমাগত তাঁর বাড়ির উপর নজর রেখে চলেছে।

যদিও, শুভেন্দু অধিকারীর এই অভিযোগ নস্যাৎ করল কমিশন। পুলিশ রিপোর্টে জানিয়েছে,ওই বাড়ির সামনে আদৌ কোনও পুলিশ মোতায়েন নেই। সেক্টর অফিসার এবং QRT টিম একই রিপোর্ট দিয়েছে কমিশনে।

Next Article