কলকাতা: ৭জানুয়ারি শহিদ দিবসে নেতাই যেতে পারবেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, নেতাই শহিদ স্মৃতি রক্ষা কমিটিকে বিকাল সাড়ে চারটার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। বিকাল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত শ্রদ্ধা জানাতে যেতে পারেন শুভেন্দু অধিকারী। নিরাপত্তারক্ষী সমেত সীমিত লোক নিয়ে যেতে পারেন শুভেন্দু। তবে শহিদ স্মরণ অনুষ্ঠানের পাশে কেউ কোন স্লোগান দিতে পারবে না।
শুক্রবারের শুনানির সময়ে শুভেন্দু সওয়াল করেন, ২ জন নিহত এবং ৭ জন আহতের পরিবার তাঁদের সঙ্গে রয়েছেন। তার প্রেক্ষিতে বিচারপতি বলেন, “মামলায় রাজনৈতিক রং লাগুক সেটা আমি চাই না।”
গোটা অনুষ্ঠানের ভিডিয়োগ্রাফি করারও নির্দেশ দিয়েছে আদালত। এই মামলার প্রেক্ষিতে বিচারপতির মন্তব্য, “গত ১২ বছর ধরে এই অনুষ্ঠান হচ্ছে। আগে শুভেন্দু অধিকারীকেও অতিথি হিসাবে আমন্ত্রণ করা হত। দল বদলের পর তার ওপর আগ্রহ হারিয়েছে আয়োজক কমিটি। যদিও শুভেন্দু অধিকারী সেখানে যেতে আগ্রহী।”
প্রসঙ্গত, গত বছর নেতাই যাওয়ার পথে বাধার মুখে পড়তে হয় শুভেন্দু অধিকারীকে। ঝিটকার জঙ্গলের কাছে তাঁর পথ আটকানোর অভিযোগ ওঠে। সে সময়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়। এবছর নেতাইয়ের স্মরণসভা যাওয়ার আগে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী।
বিচারপতি এজি-কে পরামর্শ দিয়েছেন, দু দিনে অন্তত এক ঘণ্টা সময় দিন অন্যদের। অযথা জটিলতা বাড়াবেন না।