কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয়েছে বৃহস্পতিবার। আর শুক্রবার ভোরেই হঠাৎ দিল্লি গেলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাঁর দেখা করার সম্ভাবনা রয়েছে। নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরদিনই শুভেন্দুর দিল্লি যাওয়া নিয়ে তৈরি হয়েছে জল্পনা। আগামী ৮ জুলাই, শনিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনে রাজ্য পুলিশের ওপরেই ভরসা রেখেছে রাজ্য। ভোটের দিন ঘোষণা হতেই বিরোধীরা তাদের মতামত ব্যক্ত করতে শুরু করেছেন।
প্রথম টুইটটি করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, “পশ্চিমবঙ্গে গণতন্ত্রের হত্যা হচ্ছে।” তার কারণ হিসাবে শুভেন্দু বলছেন, “এই প্রথম রাজ্যস্তরে, ব্লক স্তরে, জেলা স্তরে একটিও সর্বদলীয় মিটিং না করে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করা হল।”
এক দফা ভোটের সুরক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কেন নির্বাচনের সুরক্ষা নিয়ে আলোচনা হল না, তা নিয়েও সরব হন তিনি। শুভেন্দু টুইটে অভিযোগ করেছেন, “রাজ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যটা খুব পরিষ্কার। হঠাৎ করে এই ভাবে ভোট ঘোষণা থেকে এটা খুব পরিষ্কার কমিশন তৃণমূলের আঞ্চলিক শাখা সংগঠন হিসাবে কাজ করছে।” তিনি আরও বলেন, “হঠাৎ করে ভোটের দিন ঘোষণা, উপযুক্ত সুরক্ষা সংক্রান্ত ব্যবস্থাও নেওয়া হয়নি।” ভোটের দিন কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে, তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে দায়ী থাকতে হবে বলেও কটাক্ষ করেছেন শুভেন্দু।
টুইট করার পরদিনই শুভেন্দুর দিল্লি উড়ে যাওয়ার বিষয়টি রাজনৈতিক বিশ্লেষকরা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হিসাবেই দেখছেন। তবে আরও একটি বিষয় উল্লেখ্য, বৃহস্পতিবারই কয়লা পাচার কাণ্ডে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিষেক কিছুদিন আগে দাবি করেছিলেন, তিনি ইডি-সিবিআই-কে জেরায় কী জানান, সেটা আবার জেনে যান শুভেন্দু। ঘটনাচক্রে আবার রুজিকে ইডির জিজ্ঞাসাবাদের পরদিনই দিল্লি গেলেন শুভেন্দু।