Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজই দত্তপুকুর যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল

Pradipto Kanti Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Aug 28, 2023 | 12:05 AM

Duttapukur: দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের দায় কার?, এই ঘটনার পিছনে কারা রয়েছে?, সরকারের ভূমিকাই বা কী?, কাদের মদতে দিনের পর দিন এমন ঘটনা ঘটছে, এ সমস্ত প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করতে চলেছে বিজেপির পরিষদীয় দল।

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজই দত্তপুকুর যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল
বিজেপি বিধায়কদের নিয়ে শুভেন্দু অধিকারী যাবেন দত্তপুকুর।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল যাচ্ছে দত্তপুকুরে। সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল সেখানে যাবে। স্থানীয়দের সঙ্গে কথা বলবেন বিধায়করা। প্রয়োজনে প্রশাসনের সঙ্গেও কথা বলতে পারেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে থাকা বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল। একইসঙ্গে দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়ে জনস্বার্থ মামলা করতে চলেছেন শুভেন্দু। রবিবার তাঁর এক্স হ্যান্ডেলে সে কথা নিজেই জানান। শুধু বিজেপি নয়, এদিন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমেরও যাওয়ার কথা দত্তপুকুর। সকাল সাড়ে ১১টা নাগাদ যেতে পারেন তিনি।

দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের দায় কার?, এই ঘটনার পিছনে কারা রয়েছে?, সরকারের ভূমিকাই বা কী?, কাদের মদতে দিনের পর দিন এমন ঘটনা ঘটছে, এ সমস্ত প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করতে চলেছে বিজেপির পরিষদীয় দল। এখন বিধানসভায় অধিবেশন চলছে। বিজেপির অন্দরের খবর, সোমবার সকালে বিধানসভায় মুলতুবি প্রস্তাবও জমা দিতে চলেছে তাদের পরিষদীয় দল। সূত্রের খবর, প্রথমে আলোচনা চাইবে তারা। না হলে স্লোগান, শোরগোলে প্রতিবাদ জানাবেন বিজেপি বিধায়করা।

রবিবার দত্তপুকুরের নীলগঞ্জে এক অবৈধ বাজি তৈরির আড়তে ভয়াবহ বিস্ফোরণ হয়। এখনও অবধি ৮ জনের মৃত্যু হয়েছে বলে এক্স হ্যান্ডেলে লিখেছেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে বিরোধী দলনেতা লেখেন, ‘সিরিয়াল ব্লাস্ট চলছে বাংলায়। মে মাসে এগরা, বজবজ, দুবরাজপুরে বিস্ফোরণ হয়। ১ জুন নদিয়ার মহেশনগরেও একই ঘটনা।’

দত্তপুকুরের ঘটনার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী কী কী করতে চলেছেন, এক্স হ্যান্ডেলে তাও উল্লেখ করেন। লেখেন, ‘জনস্বার্থ মামলা দায়ের করব কলকাতা হাইকোর্টে। এনআইএ তদন্তের আবেদন জানাব। বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনব। আমরা সরকারের কাছে জবাব চাই, কেন তারা অবৈধ বাজি কারখানাগুলি নিয়ন্ত্রণ করতে পারছে না? এরপর আমরা দত্তপুকুর যাব।’

Next Article