কলকাতা: “ডোন্ট টাচ মাই বডি। ইউ আর লেডি, আই অ্যাম মেলস। একজন মহিলা পুলিশ কর্মী হয়ে আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আমি গায়ে হাত দিতে দেব না।” ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের দিন এক মহিলা পুলিশকে গায়ে হাত দিতে নিষেধ করতে গিয়ে এ কথা বলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যা নিয়ে তীব্র চাপানউতর শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। এমনকী সোশ্যাল মিডিয়াতেও (Social Media) চলেছিল বিস্তর চর্চা। এমনকী এই ইস্যুতে শুভেন্দুর বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানাতে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তাবড় তাবড় নেতাদের। এবার ফের নতুন করে ‘ডোন্ট টাচ’ বিতর্কে মুখ খুলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)।
“আমি বুঝতে পারছি না শুভেন্দু ছেলে না মেয়ে। কারণ ও যে বলছে ডোন্ট টাচ মাই বডি। এটা মেয়েরা বেশি বলে। তাঁদের একটা আলাদা আব্রু রয়েছে। এখন শুভেন্দু বলছে আই অ্যাম মেল, ডোন্ট টাচ মাই বডি।” ‘কথাবার্তা’ অনুষ্ঠানে টিভি-৯ বাংলার (TV-9 Bangla) ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাটার্যকে দেওয়া সাক্ষাৎকারে এ ভাষাতেই এদিন আক্রমণ শানাতে দেখা গেল কামারহাটির বিধায়ককে। মদন আরও বলেন, “আমি বহু মহিলার ফোন নম্বর দিতে পারি যাঁরা বলবে কখনও মদন মিত্রের সঙ্গে ছবি তুলতে গিয়ে বলেনি ডোন্ট টাচ মাই বডি। আমরা জড়িয়ে ধরে বন্ধুর মতো ছবি তুলেছি।”
এদিন যখন প্রথম মদন টিভি-৯ বাংলার স্টুডিয়োতে ঢুকলেন তখন চোখে তাঁর হলুদ রোদ চশমা, পরনে কালো পাঞ্জাবি, গলায় হলুদ উত্তরীয়। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সামলালেন সমস্ত প্রশ্নবাণ। লাগাতার তোপ দাগলেন পদ্ম শিবিরের বিরুদ্ধে। এমনকী দুর্গাপুজোর ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া নিয়ে দড়ি টানাটানি নিয়েও আক্রমণ শানান তিনি। বলেন, “পশ্চিমবঙ্গ এর আগে কখনও হেরিটেজ আনতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইউনেস্কো থেকে আমরা হেরিটেজ অ্যাওয়ার্ড পেয়েছি।” যদিও কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রী একাধিকবার দাবি করেছেন কেন্দ্রের প্রচেষ্টাতেই এই শিরোপা পেয়েছে বাংলা। যদিও এ প্রসঙ্গে মদনের সাফ জবাব, “কেন্দ্র বললে মানুষ মেনে নিচ্ছে না। মানুষ দেখে নিয়েছে ওরা ঘুড়িও ওড়ায় না, বাজিও ফাটায় না। কালীপুজোও করে না। দুর্গাপুজোটা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কার্নিভাল। লাস ভেগাসের কার্নিভাল, দুবাইয়ের কার্নিভাল, ফ্রান্সের কার্নিভাল, রোমের কার্নিভাল, তার সঙ্গে তাল মিলিয়ে মমতা যে দুর্গাপুজোর কার্নিভাল করেছেন তাই ইউনেস্কোর দৃষ্টিগোচরে এসেছে।”