কলকাতা: স্কুলের প্রশ্নপত্রে শুভেন্দু ও নওশাদ! দশম শ্রেণির পাটিগণিতে অংশীদারী ব্যবসা সংক্রান্ত অঙ্কে শুভেন্দু ও নওশাদের নাম থাকায় জোর বিতর্ক তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে। বিরোধীদের প্রশ্ন, পাঠ্যবইয়েও কি রাজনীতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে! যদিও পর্ষদের যুক্তি, ওই অঙ্কের বই মুদ্রিত হয়েছে অনেক আগেই। অযথা জলঘোলা করা হচ্ছে।
কী সেই প্রশ্ন?
দশম শ্রেণির পাঠ্যবইয়ে ২০৪ নম্বর পৃষ্ঠায় রয়েছে, ‘শুভেন্দু ও নওশাদ যথাক্রমে ১৫০০ ও ১০০০ টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এক বছর পরে ব্যবসায় ৭৫ টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় (৪৫ টাকা, ৩০ টাকা, ২৫ টাকা না ৪০ টাকা)। ‘
বিতর্কের সূত্রপাত
নন্দীগ্রামের একটি স্কুলের গণিত পরীক্ষায় শুভেন্দু ও নওশাদের অংশীদারী ব্যবসা সংক্রান্ত অঙ্কটি দেওয়া হয়। যা নিয়ে প্রাথমিকভাবে বিতর্ক তৈরি হয়। পরে, ওই দুই শিক্ষকের কাছে জবাব তলবও করে। জানা যায়, মধ্যশিক্ষা পর্ষদের বইয়ের ২০৮ নম্বর পাতায় শুভেন্দু ও নওশাদের অংশীদারী ব্যবসা নিয়ে অঙ্কের প্রশ্ন রয়েছে। স্কুলের অঙ্কের প্রশ্নপত্র তৈরির আগে অঙ্কের বই আগে মুদ্রিত।
সোশ্যাল মাধ্যমে ওই প্রশ্নপত্র ভাইরাল হওয়ার পরই শোরগোল তৈরি হয় রাজনৈতিক মহলে। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, “দশম শ্রেণির বইয়ে এইভাবে রাজনৈতিক নেতাদের নাম ঢুকিয়ে বাচ্চাদের মনে প্রভাব ফেলা হচ্ছে। এটা অনুচিত। অত্যধিক রাজনৈতিককরণের ফল ভোগ করতে হচ্ছে।” তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও অভিযোগ কার্যত মেনে নিয়ে বলেন, “যাঁরা করে থাকুন, তাঁরা ঠিক করেননি। কোনও ধরনের প্রশ্নপত্রের সঙ্গে এই ধরনের রাজনৈতিক ইস্যু থাকা ঠিক হবে না।”
পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, “বইগুলো আগে থেকেই মুদ্রিত। ছাত্ররা আগে থেকেই পড়েছে। স্ক্রুটিনির মাধ্যমেই তৈরি হয়। এবং সেটা করে এক্সপার্ট কমিটিও। এতদিনের বই নিয়ে এতদিন পর্যন্ত যখন কোনও সমস্যা হয়নি, এখন হচ্ছে, তাহলে একবার দেখে নেওয়া যেতে পারে। তবে আমার মনে হয় না এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।”