RG Kar: আটক করেছিল ED, সন্দীপের সেই ‘ছায়াসঙ্গী’ পেয়ে গেলেন ‘ক্লিনচিট’
RG Kar:
কলকাতা: তিলোত্তমার ঘটনার পাশাপাশি আরজি কর মেডিক্যাল কলেজের দুর্নীতির অভিযোগ করেছিলেন চিকিৎসকদের একাংশ। সেই দুর্নীতির তদন্তে নেমেছিলেন ইডি আধিকারিকরা। ঘটনায় আটক হয়েছিলেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষের ছায়াসঙ্গী প্রসূন চট্টোপাধ্যায়। এবার তাঁকেই ক্লিন চিট দিল স্বাস্থ্য ভাবন।
নিজেকে সন্দীপ ঘোষের আপ্ত-সহায়ক হিসাবে পরিচয় দিতেন প্রসূন। তিলোত্তমার সঙ্গে যে দিন নারকীয় অত্যাচার হয় সেই দিন আরজি করে তাঁর দেখা মেলে। ন্যাশনাল মেডিক্যালে পোস্টিং হয়েও আরজি করে কী করছিলেন প্রসূন? ঘটনার দিন সেমিনার কক্ষে প্রসূনের উপস্থিতি ঘিরে এই প্রশ্নই তুলেছিলেন চিকিৎসকদের একাংশ।
এই সব অভিযোগের প্রেক্ষিতে প্রসূনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়। এবার সেই প্রসূনকেই স্বাস্থ্য ভবনের তরফে দেওয়া হল ক্লিনচিট। আর তারপরই জুনিয়র চিকিৎসকদের একাংশ বলছেন, যেভাবে অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাসদের ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছিল সেই একইভাবে প্রসূন চট্টোপাধ্যায়কে স্বাস্থ্যভবন ফিরিয়ে আনছে।
বস্তুত, দুর্নীতির তদন্তে নেমে প্রসূনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। সেই সময় দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রামে প্রসূনের বাড়িতে যান ইডির বেশ কয়েক জন আধিকারিক। তার পর টানা তল্লাশি শুরু হয়। দুপুর ২টো নাগাদ প্রসূনকে আটক করে বাড়ির বাইরে নিয়ে আসা হয়।