Tapas Mondal Exclusive: কুন্তলের পর শান্তনু, উঠল আরও এক নেতার নাম! TV9 বাংলায় বিস্ফোরক মানিক-ঘনিষ্ঠ তাপস

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jan 13, 2023 | 2:30 PM

Tapas Mondal: এবার টিভি নাইন বাংলায় আরও বিস্ফোরক তাপস। একান্ত সাক্ষাৎকারে তুলে আনলেন আর এক তৃণমূল নেতার নাম।

Tapas Mondal Exclusive: কুন্তলের পর শান্তনু, উঠল আরও এক নেতার নাম! TV9 বাংলায় বিস্ফোরক মানিক-ঘনিষ্ঠ তাপস
একান্ত সাক্ষাৎকারে তাপস মণ্ডল

Follow Us

কলকাতা: নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় কার্যত বোমা ফাটিয়েছেন মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ তাপস মণ্ডল (Tapas Mondal)। অভিযোগ তুলেছেন কুন্তল ঘোষ নামে হুগলির এক যুব তৃণমূল নেতা নাকি ১৯ কোটি টাকা নিয়েছেন চাকরি দেওয়ার জন্য। এবার টিভি নাইন বাংলায় আরও বিস্ফোরক তাপস। একান্ত সাক্ষাৎকারে তুলে আনলেন আর এক তৃণমূল নেতার নাম। জানালেন, শিক্ষকদের একটি সংগঠনের নিয়োগ সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের বিষয়ে মানিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলেন তিনি। শীর্ষ আদালতের রায় থাকার পরেও কেন নিয়োগ হচ্ছে না, সেই বিষয়ে জানতে চেয়েছিলেন। কিন্তু মানিকবাবু তখন তাঁকে জানিয়েছিলেন, যেহেতু ওই মামলায় তিনিও পার্টি, তাই তিনি এই বিষয়ে কিছু বলতে পারবেন। আর সেই সময়েই শান্তনু বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলিয়েছিল কুন্তল।

টিভি নাইন বাংলাকে একান্ত সাক্ষাৎকারে তাপস মণ্ডল জানালেন, কুন্তল তাঁকে একজনের নাম বলেছিল। বলেছিল, ওই ব্যক্তির সঙ্গে কথা বলিয়ে এই নিয়োগের জট মিটিয়ে দেবে। তাপস মণ্ডলের দাবি, সেই সময় শান্তনু বন্দ্যোপাধ্যায় নামে একজনের সঙ্গে তাঁকে আলোচনায় বসিয়েছিল কুন্তল। ওই ব্যক্তি তখন দলের একটি সংগঠনের দায়িত্বে ছিলেন। তিনি তাপসকে বলেছিলেন, তাঁর ভাইয়ের সঙ্গে কথা বলিয়ে সমস্যা মিটিয়ে দেবে। সেই মতো কথাও হয়েছিল। তাপসের দাবি, সেই সময় আলোচনায় বলা হয়েছিল, প্রত্যেক ক্যান্ডিডেট পিছু ৫০ হাজার টাকা করে লাগবে। তখন ওই সংগঠন যে টাকা দিয়েছিল, তাও তাপসবাবুর অজানা নয় বলেই দাবি। বলেন, “আমি যা হিসেব পেয়েছি, প্রায় ১৯ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়েছিল।”

কিন্তু পরবর্তী পরিস্থিতিতে চাকরি না হওয়ায়, তাপস বাবু নাকি সেই টাকা ফেরত দিয়ে দেওয়ার জন্যও একাধিকবার অনুরোধ করেছিলেন। যাঁরা টাকা দিয়েছেন, তাঁরা গরিব ঘরের ছেলে-মেয়ে। কষ্ট করে টাকা দিয়েছে, সেই কথাও বলেছিলেন তিনি। বার বার অনুরোধ করা সত্ত্বেও তাপসবাবুকে নাকি বলা হয়েছিল, টাকা ফেরত দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কোথায় টাকা ফেরত দেওয়া হয়েছে, কাকে দেওয়া হয়েছে, সেই সব অজানা তাপস মণ্ডলের কাছে। বললেন, “টাকা ফেরত দেয়নি বলেই বাধ্য হয়ে আমি মুখ খুললাম।”

Next Article