Recruitment Scam: ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ! নিয়োগ দুর্নীতির মামলায় বিস্ফোরক ‘মানিক-ঘনিষ্ঠ’ তাপস

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jan 11, 2023 | 10:47 PM

Tapas Mondal: নিয়োগ দুর্নীতিতে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ তুলছেন তাপস মণ্ডল। হুগলির একটি কলেজের অন্যতম কর্ণধারের বিরুদ্ধে অভিযোগ তাপসের।

Recruitment Scam: ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ! নিয়োগ দুর্নীতির মামলায় বিস্ফোরক মানিক-ঘনিষ্ঠ তাপস
তাপস মণ্ডল

Follow Us

কলকাতা: নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) মামলায় বিস্ফোরক দাবি তাপস মণ্ডলের (Tapas Mondal)। নিয়োগ দুর্নীতিতে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ তুলছেন তাপস মণ্ডল। হুগলির একটি কলেজের অন্যতম কর্ণধারের বিরুদ্ধে অভিযোগ তাপসের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেও সেই কথা জানিয়েছেন বলে দাবি তাপস মণ্ডলের। জানালেন, কেন্দ্রীয় গোয়েন্দারা তাঁর কাছে জানতে চেয়েছিলেন, ওই কর্ণধারকে মানিক ভট্টাচার্য চেনেন কি না। উত্তরে তিনি জানিয়েছেন, ‘মোটেই চেনেন না’। এদিন নিজাম প্যালেস থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেই কথাই জানালেন তিনি।

নিজাম প্যালেসে সিবিআই অফিসে এদিন হাজিরা দেন মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ তাপস মণ্ডল। প্রসঙ্গত, এর আগে ওই কলেজের কর্ণধারকে ও তাপসকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তাপসের দাবি, সেখানে ওই দ্বিতীয় ব্যক্তিও স্বীকার করেছেন টাকা নেওয়ার কথা। তবে সেই টাকা কাদের থেকে নিয়েছে, কোথায় দিয়েছে, সেই বিষয়টি জানা নেই তাপস মণ্ডলের। সঙ্গে তাপস মণ্ডল আরও দাবি করেন, ওই কলেজের কর্ণধার নাকি এও স্বীকার করেছেন, তিনি ২০-২২ জনের চাকরি করে দিয়েছেন।

তাপস মণ্ডল এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও বলেন, তিনি কারও চাকরির জন্য কোনওদিন কোথাও সুপারিশ করেননি। তাঁর সঙ্গে মানিক ভট্টাচার্যর যোগাযোগ কলেজের প্রশাসনিক বিষয় নিয়েই। এমনই দাবি তাপস মণ্ডলের।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন একাধিক হেভিওয়েট। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দু’টি বাড়ি থেকে গাদা গাদা টাকার পাহাড় পাওয়া গিয়েছে। উভয়েই এখন হাজত বাস করছেন। গ্রেফতার হয়েছেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যও। শুধু তাই নয়, একাধিক শিক্ষা কর্তাকেও ইতিমধ্যেই গ্রেফতার করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআইয়ের তরফে অতীতে বার বার বলা হয়েছে, পেঁয়াজের খোসার মতো পরতে পরতে নতুন তথ্য উঠে আসছে। আর এরই মধ্যে তাপস মণ্ডলের এই বিস্ফোরক দাবি ঘিরে আরও শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে।