কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফের তলব অপসারিত প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ট তাপস মন্ডলকে। ইডি-র ফের তাঁকে তলব করা হয়েছে। আগামী ২ নভেম্বর তলব করা হয়েছে। নথি, যাবতীয় তথ্য নিয়ে তাঁকে যেতে বলা হয়েছে। ডিএলএডের অফ লাইন রেজিস্ট্রেশনের নথি নিয়ে হাজিরার নির্দেশ দিয়েছে। গত ২০ অক্টোবর শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় ইডি-র দফতরে হাজিরা দিয়েছিলেন তাপস। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই তাপসের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারীরা। তিনটি বিএড কলেজ ছাড়াও, তাপসের সংস্থা ‘মিনার্ভা এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি’ও ছানবিন করছেন তদন্তকারীরা। ইডি-র হাতে তথ্য এসেছে, এই সংস্থারই অধীনে ৬-৭ টি পলিটেকনিক ও আইটিআই কলেজ রয়েছে।
আরও একটি তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। মানিক পুত্র শৌভিক ভট্টাচার্যের সঙ্গে তাপস মণ্ডলের সংস্থার একটি চুক্তি হয়েছিল। ৫৩০টি বেসরকারি বিইডি, ডিএলএড কলেজের মানোন্নয়নের জন্য ২.৬৪ কোটি টাকার চুক্তি হয়েছিল। কিন্তু অভিযোগ, কোনও পরিষেবাই পাওয়া যায়নি। তাহলে কোন খাতে টাকা বরাদ্দ হয়েছিল? এই বিষয় সম্পর্কে তাপসের কাছ থেকে জানতে চাইছেন তদন্তকারীরা।
তদন্তকারীরা মনে করছেন, নিয়োগের ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানেরগুলিরও একাংশের যোগসূত্র রয়েছে। সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে ইডি সূত্রে খবর। ইতিমধ্যেই তাপসের বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। সেখান থেকেও বেশ কিছু তথ্য হাতে এসেছে ইডি-র। সেই বিষয়েও প্রশ্ন করা হবে।
প্রসঙ্গত, গত সপ্তাহে আরও একবার ইডি তলব করেছিল তাপস মণ্ডলকে। কিন্তু সেসময় শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে হাজিরা দেননি তাপস। কিন্তু সেসময়ে ইডি-র তরফেও তাঁকে সময় দেওয়া হয়নি। বৃহস্পতিবারই তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার হাজিরাও দিয়েছিলেন। বেশ কয়েক ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। মানিক ভট্টাচার্য আপাতত পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেই জেল হেফাজতে। মানিকের কাছ থেকে পাওয়া তথ্যও তাপসের সঙ্গে মিলিয়ে দেখা হবে বলে সূত্রের খবর।