কলকাতা: একসময়ের সতীর্থ পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে ফিরহাদ হাকিম বলেছিলেন, ‘আমরা লজ্জিত’। আর এবার প্রাক্তন পরিষদীয় মন্ত্রীকে নিয়ে মুখ খুললেন বিধানসভার উপ মুখ্যসচেক তাপস রায়। তাঁর দাবি, পার্থ চট্টোপাধ্যায় হয়ত অনেকের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন, তাই এখন ষড়যন্ত্রের ভূত দেখছেন। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেছেন তাপস রায়। প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারি আর তাঁর বিপুল সম্পত্তির হদিশ রীতিমতো অস্বস্তিতে ফেলেছে শাসক দলকে। তাপস রায়ের বক্তব্যে সেটাই স্পষ্ট হল আরও একবার। পার্থর সম্পত্তি দেখে তিনিও যে অবাক, সেটাই প্রকাশ পেল তাপস রায়ের কথায়।
সম্প্রতি জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে যাওয়ার সময় সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পার্থ চট্টোপাধ্যা বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার।’ কে ষড়যন্ত্র করলেন? সে প্রশ্নের উত্তর দেননি পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তাপস রায় বলেন, ‘ও হয়ত সারাজীবন কিছু মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, তাই ষড়যন্ত্র শব্দটার সঙ্গে ওর কোনও সম্পর্ক আছে। ষড়যন্ত্র ষড়যন্ত্র না বলে, ও তদন্তকারী সংস্থা বা আদলতকে জানাক।’
পার্থ গ্রেফতার হওয়ার পর থেকে উদ্ধার হয়েছে বিপুল সম্পত্তি, প্রচুর নগদ টাকা। টলিগঞ্জ আর বেলঘরিয়ার ফ্ল্যাট মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। পার্থ ও অর্পিতার নামে থাকা বহু সম্পত্তির হদিশ মিলেছে। এ বিষয়ে তাপস রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘পার্থ চট্টোপাধ্য়ায় নিয়ে তদন্তে যা আসছে তা হজম করা কষ্টকর হচ্ছে।’
উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্য়ায় ষড়যন্ত্রের কথা বলার পরই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ প্রশ্ন তুলেছিলেন, গ্রেফতার হওয়ার পর কেন ৬ দিন লেগে গেল এ কথা বলতে? তাঁর দাবি, যিনি নির্দোষ হবেন, তাঁর তো সঙ্গে সঙ্গে সে কথা বলা উচিত।
তবে মন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন করা হলে, তাপস রায় জানান, এ ব্যাপারে তিনি বিশেষ বিচলিত নন। তাপস রায়কে মন্ত্রী করা হবে বলে জল্পনা তৈরি হয়েছিল। সেই প্রসঙ্গে এ দিন তাপস রায় বলেন, ‘মন্ত্রী হলে আমি নৃত্য করতাম না। দল যা দায়িত্ব দিয়েছে সেটাই পালন করব।’