Kolkata Airport: বিমানে ৮২ জন যাত্রীই দরদরিয়ে ঘামছেন, কলকাতা থেকে উড়ানের আগেই বড় বিপত্তি!
Kolkata Airport: কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ১১টা৪০ মিনিট নাগাদ কলকাতা থেকে অসমের তেজপুর যাওয়ার কথা ছিল স্পাইস জেটের (এস জি ৩৭৭৯) একটি বিমানের। নির্দিষ্ট সময়ে একজন শিশু-সহ মোট ৮২ জন যাত্রী ও ৪ জন কেবিন ক্রু নিয়ে রানওয়ের দিকেও যায় বিমানটি। তবে উড়ানের আগেই ঘটে বিপত্তি।

কলকাতা: বিমানের এসি আচমকাই বিকল। রানওয়েতে ছোটার আগেই থামল উড়ান। এদিকে ততক্ষণে বিমানে বসে যাত্রীরা নাস্তানাবুদ। এমন পরিস্থিতি হল যে সময়মতো বিমান উড়ানই নিতে পারল না। কলকাতা বিমানবন্দরে বৃহস্পতিবার অত্যন্ত বিরক্তি প্রকাশ করলেন যাত্রীরা।
এদিন স্পাইস জেটের একটি বিমানের এসি বিকল হয়ে যায়। দুপুর ১১টা ৪০ মিনিটে উড়ানের কথা থাকলেও রাত পর্যন্ত তা উড়তে পারেনি। ফলে যাত্রীদুর্ভোগ চরমে ওঠে। যাত্রীরা গন্তব্যেই পৌঁছতে পারলেন না সময়মতো।
কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিট নাগাদ কলকাতা থেকে অসমের তেজপুর যাওয়ার কথা ছিল স্পাইস জেটের (এস জি ৩৭৭৯) একটি বিমানের। নির্দিষ্ট সময়ে একজন শিশু-সহ মোট ৮২ জন যাত্রী ও ৪ জন কেবিন ক্রু নিয়ে রানওয়ের দিকেও যায় বিমানটি। তবে উড়ানের আগেই ঘটে বিপত্তি।
বিমানের এসি কাজ করছে না, তা নজরে আসে পাইলটের। সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলে বিষয়টি তিনি জানান। বিমানটিকে ফেরানো হয় ২৪ নম্বর বে-তে। এদিকে ১১টা ৪০ থেকে ১২টা ২০ পর্যন্ত প্রায় ৪০ মিনিট বিমানের ভিতরেই বসে ছিলেন যাত্রীরা। কিন্তু এই দীর্ঘ সময় এসির সমস্যা না মেটায় যাত্রীদের নামানো হয় বিমান থেকে। জানিয়ে দেওয়া হয় বিকাল ৩টে নাগাদ এই বিমান উড়ান নেবে।
তবে দুপুর ৩টে পেরিয়ে গেলেও বিমানের এসি ঠিক করা সম্ভব হয়নি। ফলে বিমানটি তার গন্তব্যে সেই সময়ও উড়তে পারেনি। যাত্রীরা একজোট হয়ে স্পাইস জেটের কাউন্টারের সামনে বিক্ষোভও দেখান। এরপর কর্তৃপক্ষ বিভিন্ন বিমানে একে একে যাত্রীদের তেজপুরে পাঠানোর ব্যবস্থা করে বলে খবর।