Weather Update: শনি-রবিবার জ্বলে-পুড়ে যাওয়ার জন্য তৈরি থাকুন, বৃষ্টি কি আদৌ হবে? কী বলছে আলিপুর

Souvik Sarkar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 26, 2025 | 8:13 PM

Weather Update: সব জেলাতেই থাকবে শুষ্ক আবহাওয়া। পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলাগুলিতে গরম অনেকটাই বাড়বে।

Weather Update: শনি-রবিবার জ্বলে-পুড়ে যাওয়ার জন্য তৈরি থাকুন, বৃষ্টি কি আদৌ হবে? কী বলছে আলিপুর
ফাইল ছবি
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: দিনের বেলা চড়া রোদ থাকলেও গত কয়েকদিন ধরে মোটামুটি আরামদায়ক আবহাওয়া কলকাতা ও সংলগ্ন এলাকায়। তবে এবার সেই স্বস্তির দিন শেষ! কলকাতায় চড়চড় করে বাড়বে তাপমাত্রা! এমনই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের। সপ্তাহান্তে অর্থাৎ শনিবার ও রবিবার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। পশ্চিমের জেলায় পারদ চড়তে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ৩ দিনে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। জানা গিয়েছে, সকাল ও সন্ধ্যায় আপাতত মনোরম পরিবেশ থাকবে। ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে, মনোরম আবহাওয়া উধাও হয়ে যাবে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনাও নেই। সব জেলাতেই থাকবে শুষ্ক আবহাওয়া। পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলাগুলিতে গরম অনেকটাই বাড়বে।

বৃহস্পতিবার থেকে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি শুরু হতে পারে। শুক্রবার নাগাদ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। আগামী শুক্রবার উত্তরবঙ্গের তিন জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ও শনিবার এই দুদিন দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।