Dilip Ghosh: ‘চিনের মতো যে কেউ পিটিয়ে দিয়ে যাবে’, দা কেনার ব্যাখ্যা দিলেন দিলীপ

সৌরভ গুহ | Edited By: সঞ্জয় পাইকার

Mar 26, 2025 | 7:04 PM

Dilip Ghosh: দিলীপ ঘোষের দা কেনার কারণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। গতকাল দিলীপও স্পষ্ট জবাব দেননি। বুধবার টিভি৯ বাংলাকে দা কেনার কারণ জানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

Dilip Ghosh: চিনের মতো যে কেউ পিটিয়ে দিয়ে যাবে, দা কেনার ব্যাখ্যা দিলেন দিলীপ
দা হাতে দিলীপ ঘোষ (ফাইল ফোটো)
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: মেলা থেকে হঠাৎ কেন দা কিনলেন তিনি? দা কিনে কী বার্তা দিতে চেয়েছেন? গতকাল তিনি নিজেই হেঁয়ালি করে উত্তর দিয়েছিলেন। তাতে রাজ্য রাজনীতিতে আলোচনা আরও বেড়েছিল। অবশেষে বুধবার পূর্ব বর্ধমানের মেলা থেকে দা কেনার কারণ জানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

গতকাল কাটোয়া থানার অগ্রদ্বীপ গ্রামে গোপীনাথ মেলায় গিয়েছিলেন দিলীপ। মেলা ঘুরে একটি দোকান থেকে দা কেনেন তিনি। আর দা কেনার কারণ হিসেবে গতকাল জানিয়েছিলেন, “দা অনেক কাজে লাগে। বুঝতে পারবেন যখন কাজ হবে। এক দা’তে সব কাজ হয়ে যাবে।”

এই বক্তব্যের মাধ্যমে কী বোঝাতে চাইলেন দিলীপ। গতকাল থেকেই তা নিয়ে আলোচনা শুরু হয়। বুধবার টিভি৯ বাংলাকে দা কেনার কারণ জানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তিনি বলেন, “আমি রাজনীতির মধ্যে থেকেও অরাজনৈতিক জীবনযাপন করি। অরাজনৈতিক প্রোগ্রামেই যেতাম। গতকাল মেলায় গিয়েছিলাম। মেলায় অনেককিছু পাওয়া যায়। লোকে কিছু না কিছু কেনে। কী কিনব? আমার বাড়িতে নারকেল দিয়ে গিয়েছে এক বস্তা। কিন্তু, দা নেই। তরোয়াল অবশ্য রয়েছে। তরোয়াল দিয়ে তো নারকেল ভাঙা যায় না। তাই একটা দা কিনলাম। তা নিয়ে লোকের চিন্তা শুরু হয়েছে। দিলীপদার হাতে দা কেন? দাদার হাতেই তো দা থাকবে।”

এই খবরটিও পড়ুন

রামনবমীর আগেই দা কেনার মাধ্যমে কি কোনও বার্তা দিতে চাইলেন? দিলীপ বললেন, “আমার কাছে ত্রিশূল রয়েছে। লাঠি রয়েছে। দেবতাদের হাতে যে অস্ত্র থাকে, আমার কাছে রয়েছে। লোকে ধরিয়ে দেয়। রেখে দিই। দেখানোর দরকার হলে বের করি।” কাকে দেখাতে চাইছেন তিনি? রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বলেছেন, “সমাজকে দেখানো দরকার। যে নিশস্ত্র হয়ে, নির্বল হয়ে বেঁচে থেকো না। নিশ্চিহ্ন হয়ে যাবে। শস্ত্র নিয়ে বেঁচে থাকো।”

অস্ত্র রাখার কথা বলতে গিয়ে চিনের কথা টেনে তিনি বলেন, “অস্ত্র-শস্ত্র না রাখি, চিন যেমন পিটিয়ে দিয়ে গিয়েছে, তেমন যে কেউ পিটিয়ে দিয়ে যাবে। এখানে চিন না থাকলেও চিনের এজেন্টরা আছে। দুনিয়াতে যত এজেন্সি উৎপাত করছে, তাদের এজেন্টরা রয়েছে।”

পশ্চিমবঙ্গের হিন্দুসমাজ দুর্বল, অসুরক্ষিত বলে মন্তব্য করেন তিনি। তার দায়িত্ব কেউ নিচ্ছে না। দায়িত্ব নিজেকেই নিতে হবে। কোনও অন্য সম্প্রদায়কে ভয় দেখানোর জন্য হাতিয়ার নয় বলে তিনি জানান।