কলকাতা : ডিসেম্বরের শেষে কমেছিল শীতের (Winter) কামড়। তবে জানুয়ারির শুরু থেকে বদলাতে থাকে আবহাওয়ার (Weather) মুড। ফিরতে থাকে শীতের আমেজ। বর্ষবরণের পর থেকেই কার্যত কাঁপছে বাংলা। এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে তাপমাত্রার পারা। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী দুই দিনও সেই ধারা অব্যাহত থাকবে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। পারাপতন দেখা যাবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা আরও তিন ডিগ্রি নামতে পারে।
আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ছয় থেকে সাত দিন গোটা রাজ্য জুড়েই সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকবে। বিগত কয়েকদিন থেকেই বাংলাজুড়ে দাপট বেড়েছিল উত্তর-পশ্চিমে হাওয়ার। তবে বর্তমানে নতুন করে দাপট বাড়িয়েছে উত্তরে হাওয়া। তাতেই কাঁপুনি ধরেছে বঙ্গবাসীর। জাঁকিয়ে শীত পড়েছে বাংলাজুড়ে। এই অবস্থা বজায় থাকবে আগামী মঙ্গল-বুধবার পর্যন্ত। তাপমাত্রার পারদ সামান্য ওঠানামা করলেও কনকনে শীতের আমেজ বজায় থাকবে দুই বঙ্গেই। আগামী কয়কেদিন বাংলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে মৌসম ভবন।
একইসঙ্গে কনকনে শীতের দোসর হিসাবে গোটা রাজ্যেই বিগত কয়েকদিন ধরে দেখা মিলেছে কুয়াশার। সকালের দিকে ঘন কুয়াশারা চাদরে ঢাকা পড়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলি। তারফলে চেষ্টা করেও তেজ বাড়াতে পারেনি রোদ। দিনভর দাপিয়ে বেড়িয়েছে শীত। অন্যদিকে কুয়াশার দাপট দেখা গিয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে সবথেকে বেশি কুয়াশার দাপট দেখতে পাওয়া যাবে কোচবিহারে। সবে পাশাপাশি সব জেলাই ঢাকা পড়বে কুয়াশার চাদরে। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট থাকবে আরও ৭২ ঘন্টা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও সকালের দিকে আগামী কয়েকদিন একই পরিস্থিতি থাকবে। তবে বেলার দিকে রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে।