কলকাতা: যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে রাজপথে তুলকালাম। বাম ছাত্র-শিক্ষক সংগঠনের SSC ভবন অভিযানে ধুন্ধুমার। ব্যারিকেড ভাঙার চেষ্টা মীনাক্ষী মুখোপাধ্যায়দের। বেশ কয়েকজন আন্দোলনকারীকে পুলিশ আটকও করেছে বলে খবর। প্রসঙ্গত, কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়ে গিয়েছে ২০১৬ সালের প্রায় ২৬ হাজার চাকরি। তারপর থেকেই তা নিয়ে শোরগোল চলছে গোটা রাজ্যে। জোর চাপানউতোর চলছে রাজনীতির আঙিনাতেও। যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে সরব হয়েছে বামেরা। উঠেছে অযোগ্যদের শাস্তির দাবিও। এবার সেই দাবিকে সামনে রেখে এসএসসি ভবন অভিযানের ডাক দেয় বাম ছাত্র-শিক্ষক সংগঠন। কিন্তু, করুণাময়ী থেকে মিছিল এগোতেই পথ আটকায় পুলিশ।
বাম কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায় রাস্তাতেই। বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, এসএফআই-র একাধিক রাজ্য নেতৃত্বের সঙ্গে বচসা চলতে থাকে পুলিশের। এরইমধ্যে বেশ কয়েকজন কর্মীকে পুলিশ আটক করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দ্রুত তাঁদের না ছাড়লে আন্দোলনের দাপট আরও বাড়বে বলে সুর চড়াতে দেখা যায় মীনাক্ষীদের। এদিকে বিধাননগর পুলিশের আধিকারিকরা সাফ জানান করুণীময়ী থেকে আর এগোনা যাবে না। কিন্তু, এসএসসি ভবন যেতে অনড় বাম কর্মীরা। তাতেই আরও তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ভেঙে ফেলা হয় একের পর এক ব্যারিকেড।
রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে মীনাক্ষী বলেন, “গোটা রাজ্যের সরকার অপরাধীদের বাঁচানো ছাড়া কোন কাজ করেছে? যাঁরা অযোগ্য, যাঁরা ঘুষ নিয়েছিল তাঁদের ধরতে পারে না। সেলাম ঠুকছে। যাঁরা প্রতিবাদ জানাতে এসেছিল তাঁদের নিয়ে গিয়েছে। ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে প্ররোচনা দিয়েছে। আগে ওদের ছাড়বে। তারপর আমরা আমাদের ডেপুটেশন এসএসসি-র অফিসে দেব।”
কলকাতা: যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে রাজপথে তুলকালাম। বাম ছাত্র-শিক্ষক সংগঠনের SSC ভবন অভিযানে ধুন্ধুমার। ব্যারিকেড ভাঙার চেষ্টা মীনাক্ষী মুখোপাধ্যায়দের। বেশ কয়েকজন আন্দোলনকারীকে পুলিশ আটকও করেছে বলে খবর। প্রসঙ্গত, কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়ে গিয়েছে ২০১৬ সালের প্রায় ২৬ হাজার চাকরি। তারপর থেকেই তা নিয়ে শোরগোল চলছে গোটা রাজ্যে। জোর চাপানউতোর চলছে রাজনীতির আঙিনাতেও। যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে সরব হয়েছে বামেরা। উঠেছে অযোগ্যদের শাস্তির দাবিও। এবার সেই দাবিকে সামনে রেখে এসএসসি ভবন অভিযানের ডাক দেয় বাম ছাত্র-শিক্ষক সংগঠন। কিন্তু, করুণাময়ী থেকে মিছিল এগোতেই পথ আটকায় পুলিশ।
বাম কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায় রাস্তাতেই। বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, এসএফআই-র একাধিক রাজ্য নেতৃত্বের সঙ্গে বচসা চলতে থাকে পুলিশের। এরইমধ্যে বেশ কয়েকজন কর্মীকে পুলিশ আটক করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দ্রুত তাঁদের না ছাড়লে আন্দোলনের দাপট আরও বাড়বে বলে সুর চড়াতে দেখা যায় মীনাক্ষীদের। এদিকে বিধাননগর পুলিশের আধিকারিকরা সাফ জানান করুণীময়ী থেকে আর এগোনা যাবে না। কিন্তু, এসএসসি ভবন যেতে অনড় বাম কর্মীরা। তাতেই আরও তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ভেঙে ফেলা হয় একের পর এক ব্যারিকেড।
রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে মীনাক্ষী বলেন, “গোটা রাজ্যের সরকার অপরাধীদের বাঁচানো ছাড়া কোন কাজ করেছে? যাঁরা অযোগ্য, যাঁরা ঘুষ নিয়েছিল তাঁদের ধরতে পারে না। সেলাম ঠুকছে। যাঁরা প্রতিবাদ জানাতে এসেছিল তাঁদের নিয়ে গিয়েছে। ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে প্ররোচনা দিয়েছে। আগে ওদের ছাড়বে। তারপর আমরা আমাদের ডেপুটেশন এসএসসি-র অফিসে দেব।”