TET EXAM 2023: টাকি বয়েজ-এর সামনে উত্তেজনা, ভিতরে ঢুকতে পারছেন না পরীক্ষার্থীরা
TET EXAM 2023: অন্যান্য রবিবার সকাল ৯টা থেকে চালু হয় মেট্রো পরিষেবা। আজ পরীক্ষার্থীদের সুবিধের জন্য সকাল ৬টা ৫০ থেকে শুরু হয়েছে মেট্রো চলাচল। কবি সুভাষ থেকে যেমন চলছে মেট্রো, তেমনি দমদম থেকেও একই সময়ে শুরু হয়েছে মেট্রো চলাচল।
আজ প্রাথমিকে টেট পরীক্ষা। এক বছর পর হচ্ছে এই প্রাথমিকে টেট পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধের জন্য মেট্রোরেলের সময়সীমা আজ এগিয়ে এনেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। অন্যান্য রবিবার সকাল ৯টা থেকে চালু হয় মেট্রো পরিষেবা। আজ পরীক্ষার্থীদের সুবিধের জন্য সকাল ৬টা ৫০ থেকে শুরু হয়েছে মেট্রো চলাচল। কবি সুভাষ থেকে যেমন চলছে মেট্রো, তেমনি দমদম থেকেও একই সময়ে শুরু হয়েছে মেট্রো চলাচল। তিন লক্ষের বেশি পরীক্ষার্থী এ দিন বসতে চলেছেন পরীক্ষায়। দুপুর বারোটা থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে আড়াইটে।
LIVE NEWS & UPDATES
-
টাকি বয়েজ স্কুলে টেট দিতে এলেন ৫৮-র প্রৌঢ়
ওমপ্রকাশ মিশ্র ৫৮ বছর বয়সী ওই প্রৌঢ় বলেছেন, “২০১৪ সালে পরীক্ষা দিয়েছিলাম। এই দিলাম। আশা করছি যদি নিয়োগ পাই।”
-
২০২২ এ সফল হলেও নিয়োগ পাননি, এবারও পরীক্ষায় বসেছেন আয়েশা
২০২২ এ পরীক্ষায় সফল হয়েছিলেন আয়েশা শেখ। নিয়োগ পাননি। ২০১৩ থেকেই বারবার পরীক্ষায় বসলেও নিয়োগ পাচ্ছেন না। আজ ফের টেট দিচ্ছেন তিনি। আয়েশা সহ বহু পরীক্ষার্থীদের দাবি, শুধু পরীক্ষা নয়, সফলদের নিয়োগ করুক সরকার।
-
-
পশ্চিম বর্ধমানে সংখ্যাটা কম, পরীক্ষা দেবেন ৩ হাজার জন
পশ্চিম বর্ধমান জেলায় সাতটি কেন্দ্রে টেট পরীক্ষা নেওয়া হবে। জেলায় এবারের পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৩৩৭ জন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই থাকছে সিসিটিভি এবং বায়োমেট্রিক ব্যবস্থা।
-
পশ্চিম মেদিনীপুরে পরীক্ষা দিচ্ছেন ১৯ হাজার জন
পশ্চিম মেদিনীপুর জেলায় চল্লিশটি কেন্দ্রে টেট পরীক্ষা নেওয়া হবে। জেলায় এবারের পরীক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৪৪ জন প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই থাকছে সিসিটিভি এবং বায়োমেট্রিক ব্যবস্থা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
-
হুগলিতে পরীক্ষা দিচ্ছেন ১২ হাজারের বেশি পরীক্ষার্থী
হুগলি জেলায় ৩১ টি কেন্দ্রে ১২ হাজার ১৫০ জন পরীক্ষার্থী টেট পরীক্ষা দেবেন। সিঙুরে দুটি কেন্দ্র, সিঙুর গোলাপ মোহিনী উচ্চ বালিকা বিদ্যালয় এবং সিঙুর মহামায়া উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দেবেন ১১০০ জন পরীক্ষার্থী। বেলা ১২ টা থেকে দুপুর ২ টো ৩০ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা। বায়োমেট্রিক হাজিরা ও তল্লাশির জন্য সকাল ৯ টায় পরীক্ষা কেন্দ্রের গেট খুলে দেওয়া হয়। সকাল ১১ টার মধ্যে সকল পরিকরার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অ্যাডমিট কার্ড ও কলম ছাড়া অন্য কোনও কিছু নিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
-
Published On - Dec 24,2023 9:46 AM