কলকাতা: কিছুটা হলেও কেটেছে মেঘ। আপাতত ভারী বৃষ্টি হচ্ছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে সপ্তাহ শেষেই ফের ঘুরতে পারে খেলা। ইতিমধ্যেই সেই পূর্বাভাস দিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। তবে এরইমধ্যে ফের এসেছে নিম্নচাপের পূর্বাভাস। হাওয়া অফিস বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি ঘূর্ণাবর্ত সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খন্ড এবং উত্তর ওড়িশা এলাকায় অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এটি নিম্নচাপে পরিণত হতে পারে।
অন্যদিকে মৌসুমী অক্ষরেখা বর্তমানে রাঁচি ও দিঘার উপর দিয়ে গিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়াবিদরা। সে কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। বুধবার তো সকাল থেকেই কলকাতা-সহ ১২ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ছিল। বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়াতে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস ছিল।
একই ছবি দেখা যেতে পারে বৃহস্পতিবারও। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্র বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। শুক্রবার তুলনামূলকভাবে বৃষ্টির সম্ভাবনা কম থাকছে। তবে শনিবার থেকেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হওয়া অফিস।
অন্যদিকে বৃষ্টির হাত থেকে এখনই রেহাই নেই উত্তরবঙ্গের। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে আলিপুরদুয়ারে। ২০০ মিমি পর্যন্তও বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়িতেও।