Higher Secondary: অভিনেত্রী আলিয়া ভাটও আসতে পারে! সহজ করতে অভিনব উচ্চমাধ্যমিকের MCQ প্রশ্ন, রইল স্যাম্পেল
Higher Secondary: কী এই 'কমিক রিলিফ' প্রশ্ন? জানা গিয়েছে, গুরুগম্ভীর প্রশ্নের বদলে মজার প্রশ্ন করতে নির্দেশ দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। নতুন পদ্ধতির পরীক্ষায় যেন পড়ুয়ারা প্রথমেই ভয় না পেয়ে যান, তাই এমন সিদ্ধান্ত।
কলকাতা: উচ্চমাধ্যমিকে ভাল ফল করে উচ্চতর শিক্ষার পথে পা বাড়ান পড়ুয়ারা। এই প্রথম সেমেস্টার পদ্ধতিতে এমসিকিউ(MCQ) প্রশ্নে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা। প্রথমবার এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা দিতে গিয়ে কি চাপে পড়বেন পরীক্ষার্থীরা? তাঁরা যাতে চাপে না পড়েন, তার জন্য অভিনব উদ্যোগ শিক্ষা সংসদের। উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রে থাকবে ‘কমিক রিলিফ’ প্রশ্ন। যেখানে অভিনেত্রী আলিয়া ভাটের ক্রিম ব্যবহার নিয়েও প্রশ্ন আসতে পারে।
২০২৪ শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিকে সেমেস্টার পদ্ধতিতে চালু করেছে রাজ্য। একাদশ শ্রেণিতে দুটি সেমেস্টার এবং দ্বাদশ শ্রেণিতে দুটি সেমেস্টার। দ্বাদশ শ্রেণির প্রথম সেমেস্টার হবে ২০২৫ সালের নভেম্বরে। আর সেই সেমেস্টারেই এমসিকিউ প্রশ্নপত্রে পরীক্ষা দেবেন পড়ুয়ারা। সেই এমসিকিউ প্রশ্নপত্রে উত্তর দিতে গিয়ে পরীক্ষার্থীরা যাতে চাপে না পড়েন, সেজন্যই কমিক রিলিফ প্রশ্নের ভাবনা শিক্ষা সংসদের।
কী এই ‘কমিক রিলিফ’ প্রশ্ন? জানা গিয়েছে, গুরুগম্ভীর প্রশ্নের বদলে মজার প্রশ্ন করতে নির্দেশ দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। নতুন পদ্ধতির পরীক্ষায় যেন পড়ুয়ারা প্রথমেই ভয় না পেয়ে যান, তাই এমন সিদ্ধান্ত। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এই কমিক রিলিফ প্রশ্ন নিয়ে বলেন, “আমাদের প্রায় ৮ লক্ষের মতো ছাত্রছাত্রী। তার মধ্যে ৯০ শতাংশের বেশি ছাত্রছাত্রীর এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা নেই। জীবনে প্রথমবার এমসিকিউ পরীক্ষা দেবে। ভবিষ্যতে কম্পিটিটিভ পরীক্ষা, চাকরির পরীক্ষা হবে এমসিকিউ মাধ্যমে। সেই পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার্থীরা যাতে ভীত না হয়ে যায়, সেটা আমাদের লক্ষ্য। তাই এই জাতীয় কিছু প্রশ্ন থাকবে। ওরা খুশি হবে যে কতরকম মজার অপশন হতে পারে।”
কেমন হতে পারে এমসিকিউ প্রশ্ন? তারও নমুনা দিয়েছে শিক্ষা সংসদ। তেমনই একটি প্রশ্ন হল, ‘সকালে খবরের কাগজে বিখ্যাত অভিনেত্রী আলিয়া ভাটকে একটা বিশেষ ক্রিম মাখতে দেখা গেল। জানা গেল ওই ক্রিম মাখলেই আপনি আলিয়ার মতো উজ্জ্বল হবেন এবং ক্রিমের দাম আপনার সাধ্যের মধ্যে। বিকেলে স্কুল থেকে ফেরার পথে ওই ক্রিমটা কিনতে ইচ্ছে হল, কারণ উজ্জ্বল এবং সুন্দর হতে সবাই ভালবাসে। একে বলা হয়, (ক) আয় প্রভাব, (খ) পরিবর্ত প্রভাব (গ) প্রদর্শন প্রভাব (ঘ) দাম প্রভাব।’ এই প্রশ্ন পড়ে চারটি উত্তরের মধ্যে বেছে নিতে হবে পরীক্ষার্থীদের। এইসব মজার প্রশ্নে পরীক্ষার্থীদের মনের উপর চাপ কম পড়বে বলে মনে করছে শিক্ষা সংসদ।