Thief: ভিডিয়ো: দক্ষিণ কলকাতার বাড়িতে ঢুকে ফ্রিজ থেকে খাবার খাচ্ছে চোর!
CCTV Footage: পুজো শুরু হতে এখনও এক মাস বাকি নেই। এর মধ্যেই দক্ষিণ কলকাতার অভিজাত এলাকায় চুরির ঘটনা সামনে এল।
কলকাতা: পুজোর আগে শহর জুড়ে বেড়ে যায় চোরেদের দাপট। মহানগরীর বিভিন্ন প্রান্ত থেকেই আসে চুরি-ডাকাতির খবর। ঘুমানোর সুযোগে মূলত গভীর রাত ও ভোরবেলাতেই চুরি হয় বিভিন্ন বাড়িতে। পুজো শুরু হতে এখনও এক মাস বাকি নেই। এর মধ্যেই দক্ষিণ কলকাতার অভিজাত এলাকায় চুরির ঘটনা সামনে এল। বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছ চুরির দৃশ্য।
বৃহস্পতিবার ভোরে চুরির ঘটনাটি ঘটেছে ১৯৫ শরৎ বোস রোডে। যা দেশপ্রিয় পার্ক মোড় থেকে একদম কাছে। ওই বাড়ির কেউ প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন। কিন্তু সে সময় দরজায় তালা দিয়ে যাননি বলে জানা গিয়েছে। সেই সুযোগেই বাড়িতে ঢুকে পড়ে চোর। বাড়িতে ঢোকা থেকে ঢোকার পর কী কী করল, সেই সব ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্য়ামেরায়। সেখানে দেখা যাচ্ছে, ঘরে ঢুকে প্রথমে রেকি করলো চোর। তার পর ঘরে থাকা মোবাইল চুরি করে নিল। ফ্রিজ থেকে খাবার বের করল। ঘটনা নিয়ে টালিগঞ্জ থানায় অভিযোগও দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।
পুজোর আগে চোরের উপদ্রব থেকে সাবধান থাকতে কী কী করণীয়-
- বাড়ি থেকে বেরোলে দরজা-জানলা ভাল ভাবে বন্ধ করে রাখুন
- জানলার কাছে কোনও দামী জিনিস রাখবেন না। ঘরে না ঢুকতে পারলেও জানলা দিয়ে দামী জিনিস নিয়ে পালিয়ে যায় চোরেরা।
- পুজোয় বাইরে ঘুরতে গেলে স্থানীয় থানার পুলিশকে জানিয়ে রাখুন
- বাড়িতে সিসিটিভি লাগানো থাকলে তার অভিমুখ সঠিক দিকে করে রাখুন এবং তা সবসময় চালু রাখুন