ক্ষোভ মিটবে দলের অন্দরেই, রাজীব সাক্ষাৎ শেষে বললেন পার্থ

ঋদ্ধীশ দত্ত |

Dec 21, 2020 | 5:10 PM

দিনকয়েক আগেই পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বাড়িতে অভিষেক ও ভোটকুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকে শামিল হয়েছিলেন রাজীব। এদিনও ফের একবার তৃণমূল মহাসচিবের সঙ্গে রাজীব বৈঠকে বসলেন

ক্ষোভ মিটবে দলের অন্দরেই, রাজীব সাক্ষাৎ শেষে বললেন পার্থ
ক্ষোভ মিটবে দলের অন্দরেই, রাজীব সাক্ষাৎ শেষে বললেন পার্থ

Follow Us

কলকাতা: শুভেন্দুর পিছু পিছু এবার কারা রয়েছেন জার্সি বদলের তালিকায়! এই প্রশ্নটাই বর্তমানে সবচেয়ে বেশি করা ভাবাচ্ছে শাসকদলকে। তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য দিনকয়েক আগেই বলেছেন, ‘যারা যাব যাব করছে তাদের যেন শেষবারের মতো বোঝানো হয়’। রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) সঙ্গে সেই চেষ্টাই করে চলেছে দলের শীর্ষ নেতৃত্ব। দিনকয়েক আগেই পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বাড়িতে অভিষেক ও ভোটকুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকে শামিল হয়েছিলেন রাজীব। এদিনও ফের একবার তৃণমূল মহাসচিবের সঙ্গে রাজীব বৈঠকে বসলেন।

এদিন বেলা ১২টার পর পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হন রাজীব। তবে বৈঠকের পর বরফ গলেছে কিনা সেরকম কোনও ইঙ্গিত দেননি। এদিন বৈঠক শেষে বেরিয়ে রাজীব বলেন, ‘দলের নেতা একজন কর্মীকে ডেকেছে। তাই এসেছি। আগে যখন ডাকা হয়েছিল তখনও এসেছিলাম। পরেও ডাকা হলে আসব।’ অন্যদিকে শুভেন্দুর প্রসঙ্গ অবতরণ হলে রাজীবকে বলতে শোনা যায়, ‘প্রত্যেকেরই ব্যক্তিগত মতামত আছে। শুভেন্দুর মতামত ব্যক্তিগত। আমার সঙ্গে দল যে আলোচনা করেছে সেটাও ব্যক্তিগত।’

আরও পড়ুন: ‘সুজাতা, আমি কি খুব পাপী? আমি কি খুব খারাপ? আমি কোনও মহিলার সঙ্গে সম্পর্কে জড়াইনি’

অন্যদিকে আজকের সাক্ষাৎকারকে বেশি আমল দিতে চাননি পার্থ চট্টোপাধ্যায়ও। বৈঠকের পর সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘দলের সহকর্মীর সঙ্গে কথা বললে খবরের করার কী আছে। দলের কর্মী হিসেবে রাজীব আজ আমার সঙ্গে দেখা করতে এসেছিল। ওনার যদি কোনও ক্ষোভ থাকে তো দলের মধ্যে উনি মেটাবেন।’ পরপর দু’দফায় বৈঠকের পর রাজীবের ক্ষোভ কি তবে মিটিয়ে ফেলল দল? সেই উত্তর অবশ্য এখনও ধোঁয়াশায়।

আরও পড়ুন: ‘ডবল ডিজিট পেরবে না বিজেপি, সেভ করে রাখুন আমার টুইট’, প্রশান্ত হুঙ্কার

Next Article