Tigress Zeenat Update: ৯ দিন বাংলা ভ্রমণ করে ভীষণ ক্লান্ত জিনাত, ঘুম ভাঙলেই তাঁর ঠিকানা হবে…

Souvik Sarkar | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 30, 2024 | 8:43 AM

Tigress Zeenat: রাত ১২ টা ১০ মিনিটে বিশেষ কনভয় নিরাপত্তায় আলিপুরের পশু হাসপাতালে নিয়ে আসা হয়েছে জিনাতকে। আসার সঙ্গে সঙ্গে শুরু হয় চিকিৎসা শুরু করা হয়। ওড়িশা বন দফতরের সঙ্গে আলোচনা করেই চিকিৎসা চলছে।

Tigress Zeenat Update: ৯ দিন বাংলা ভ্রমণ করে ভীষণ ক্লান্ত জিনাত, ঘুম ভাঙলেই তাঁর ঠিকানা হবে...
পশু হাসপাতালে বাঘিনি জিনাত।
Image Credit source: TV9 বাংলা

Follow Us

কলকাতা: বাঘ-বন্দি খেলা শেষ। ৯ দিন ধরে বন দফতরকে নাকানি-চোবানি খাইয়ে অবশেষে ধরা দিল ওড়িশার বাঘিনি জিনাত। সেই ওড়িশার সিমলিপাল থেকে যে ভ্রমণ শুরু করেছিল জিনাত, তা ঝাড়খণ্ড, পুরুলিয়া হয়ে বাঁকুড়ায় শেষ হল। রবিবার বিকেলে বাঁকুড়ার গোঁসাইডিহিতে চতুর্থ ঘুমপাড়ানি গুলি খেয়ে ধরা দেয় বাঘিনি। রাতেই তাঁকে কলকাতায় আলিপুর চিড়িয়াখানার পশু হাসপাতালে আনা হয় চিকিৎসার জন্য।

শনিবারই বাঁকুড়ার মুকুটমণিপুর থেকে গোঁসাইডিহিতে ঢুকেছিল বাঘিনি। রাতেই জিনাতকে লক্ষ্য করে তিনটি ঘুমপাড়ানি গুলি ছোড়ে বন দফতর। এলাকা ঘিরে জ্বালানো হয়েছিল আগুন। কিন্তু তাতেও ধরা দেয়নি সে। শেষে রবিবার বিকেলে চতুর্থ ঘুমপাড়ানি গুলি ছোড়া হয় জিনাতকে লক্ষ্য করে। এরপরই ক্ষেতে লুটিয়ে পড়ে জিনাত।

রাত ১২ টা ১০ মিনিটে বিশেষ কনভয় নিরাপত্তায় আলিপুরের পশু হাসপাতালে নিয়ে আসা হয়েছে জিনাতকে। আসার সঙ্গে সঙ্গে শুরু হয় চিকিৎসা শুরু করা হয়। ওড়িশা বন দফতরের সঙ্গে আলোচনা করেই চিকিৎসা চলছে।

জানা গিয়েছে, বিগত ৯ দিন ধরে দীর্ঘ পথ ঘুরে, মানুষের তাড়া খেয়ে ক্লান্ত বাঘিনি। এই কয়েকদিনে ঠিকমতো খাবার পায়নি সে। তাই এখন দরকার সঠিক খাবার এবং বিশ্রাম। তার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। আলাদা এনক্লোজারে রেখে চিকিৎসা চলছে তাঁর।

বিগত দুইদিনে চারবার ট্রাঙ্কুলাইজ করা হয়েছে জিনাতকে। তিন বছরের বাঘিনির শরীরে এর প্রভাব কতটা পড়েছে, তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা।

বন দফতর সূত্রে খবর, জিনাত সুস্থ হয়ে উঠলে, তাকে ফের পাঠানো হবে ওড়িশায়। তবে ঘুমের গুলির  প্রভাব কাটিয়ে কবে সুস্থ হবে জিনাত, কবে তাঁকে ওড়িশায় ফেরত পাঠানো হবে, তার এখনও স্পষ্ট ইঙ্গিত নেই বলেই বন দফতর সূত্রে খবর।

Next Article