Tilottama’s parents: হাইকোর্টে মামলার শুনানি নিয়ে কী চান? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে লিখিত আবেদনে সবটা জানালেন তিলোত্তমার বাবা-মা
Tilottama's parents: আইনজীবীরা বলছেন, এদিন সুপ্রিম কোর্টে এই নিয়ে লিখিত আবেদন করা হলেও বিষয়টি প্রধান বিচারপতির এজলাসে মেনশন করতে হবে। তারপরই শীর্ষ আদালত এই নিয়ে ক্ল্যারিফিকেশন বা অনুমতি দিলেই হাইকোর্ট নতুন দায়ের করা এই মামলা শুনতে পারে।

কলকাতা: কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে যে মামলা চলছে, সেটা চালিয়ে যেতে চান তাঁরা। এই মর্মে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে আবেদন করলেন তিলোত্তমার বাবা-মা। সেখানে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দায়ের করা মামলাটি যাতে তাঁরা চালাতে পারেন, সেই মর্মে অনুমতি চাওয়া হয়েছে শীর্ষ আদালতের কাছে।
বিচারপতি ঘোষ মামলাটির প্রাথমিক শুনানি করেছিলেন। তবে সেইসময় জানিয়ে দেন, যেহেতু এই একই বিষয়ে হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি চলছে, ফলে তিনি নতুন দায়ের করা এই মামলা শুনতে পারেন কি না, তার ক্ল্যারিফিকেশন প্রয়োজন শীর্ষ আদালত থেকে।
আইনজীবীরা বলছেন, এদিন সুপ্রিম কোর্টে এই নিয়ে লিখিত আবেদন করা হলেও বিষয়টি প্রধান বিচারপতির এজলাসে মেনশন করতে হবে। তারপরই শীর্ষ আদালত এই নিয়ে ক্ল্যারিফিকেশন বা অনুমতি দিলেই হাইকোর্ট নতুন দায়ের করা এই মামলা শুনতে পারে। আগামী ৫ ফেব্রুয়ারি মামলাটি শুনানির জন্য রেখেছে বিচারপতি ঘোষের সিঙ্গল বেঞ্চ। তার আগে এই অনুমতি পাওয়া গেলে, তদন্তের গাফিলতি নিয়ে দায়ের মামলার শুনানির সুযোগ রয়েছে। প্রসঙ্গত আগের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না পরিবারের আইনজীবীর কাছে জানতে চেয়েছিলেন, এই মামলা হাইকোর্টে শুনানি করতে তাঁরা ইচ্ছুক কি না।





