Mamata Banerjee: আদালতের নির্দেশে বাতিল হয়েছে ‘ঘেরাও’, এবার ওইদিনের কর্মসূচির তারিখও বদলাল তৃণমূল

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 02, 2023 | 6:38 PM

Mamata Banerjee: শাসক দলের একাংশের দাবি, বাড়ি ঘেরাও করার পরিকল্পনা তাদের ছিল না। কর্মসূচির ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি করেছে ঘাসফুল শিবির।

Mamata Banerjee: আদালতের নির্দেশে বাতিল হয়েছে ঘেরাও, এবার ওইদিনের কর্মসূচির তারিখও বদলাল তৃণমূল
ফাইল ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: ৫ অগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্য়োপাধ্যায়। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে ঘেরাও কর্মসূচি। তবে ওইদিন কর্মসূচির ধরন বদলের কথা জানিয়েছিল রাজ্যের শাসকদল। এবার তৃণমূল সুপ্রিমোর নির্দেশে বদলে গেল সেই প্রস্তাবিত কর্মসূচির দিন। আগামী ৫ অগস্টের বদলে ৬ তারিখ অর্থাৎ রবিবার হবে দলীয় কর্মসূচি। বুধবার এ কথা জানিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

ফিরহাদ হাকিম জানিয়েছেন, রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার আছে তৃণমূলের। তাই কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তাঁরা আন্দোলনে নামবেন। ফিরহাদ হাকিম ও তাপস রায় জানিয়েছেন, রবিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টে অবধি এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি চলবে। গোটা রাজ্য জুড়েই এই কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে। বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও ৬ তারিখের কর্মসূচির কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘ওরা রাজনৈতিক শক্তি দিয়ে গরিবের টাকা বন্ধ করে দিয়েছে। বিভিন্ন অত্যাচারের প্রতিবাদে ব্লকে ৬ অগস্ট ধরনা হবে।’

প্রসঙ্গত, ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ থেকে অভিষেক বলেছিলেন, প্রত্যেক বিজেপি নেতার বাড়ি ঘেরাও করা হবে ৫ অগস্ট। পরে সেই একই মঞ্চ থেকে সেই ঘোষণা কিছুটা সংশোধন করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় বলেছিলেন, কর্মসূচি হবে ব্লকে ব্লকে। প্রতীকী কর্মসূচি গ্রহণ করার কথা বলেছিলেন তিনি। পরে এই নিয়ে মামলা হয়। কলকাতা হাইকোর্ট ওই কর্মসূচিতে আপত্তি জানায়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আগামী ৫ অগস্ট কোনও রকম ঘেরাও কর্মসূচি করা যাবে না। শাসক দলের একাংশের দাবি, বাড়ি ঘেরাও করার পরিকল্পনা তাদের ছিল না। কর্মসূচির ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি করেছে ঘাসফুল শিবির।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যেহেতু ৫ তারিখের কর্মসূচি নিয়ে আপত্তি জানিয়েছে কলকাতা হাইকোর্ট, সে কারণেই দিন বদল হল কর্মসূচির।

Next Article