কলকাতা: পাঁচ দিন ধরে রাজভবনের বাইরে ধরনা-অবস্থান চালানোর পর অবশেষে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাক্ষাৎ পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়রা। রাজ্যপাল বোস সময় দিয়েছিলেন বিকেল ৪টের সময়। যদিও অভিষেকরা নির্ধারিত সময়ের কিছুটা আগেই ঢুকে গিয়েছিলেন রাজভবনে। সেখানে বোসের সঙ্গে প্রায় মিনিট কুড়ির বৈঠক হয় অভিষেকের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দলের। বৈঠক শেষে বেরিয়ে বেশ সন্তুষ্ট বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। আজ বিকেলের বৈঠকে রাজ্যপালের ভূমিকা কেমন দেখলেন তিনি? সেই বিষয়ে প্রশ্ন করায় জানালেন, রাজ্যপালের ভূমিকা ‘ভালই’ ছিল। প্রতিনিধি দলের সকলের সঙ্গেই রাজ্যপাল একসঙ্গে বৈঠকে বসেছিলেন বলে জানালেন সৌগত।
এদিকে রাজভবন থেকেও আজকের বৈঠক প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানেও জানানো হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক প্রতিনিধিদল আজ বিকেলে রাজ্যপাল বোসের সঙ্গে দেখা করে একশো দিনের কাজের ইস্যুতে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। রাজ্যপাল তাঁদের কথা খুব ধৈর্য্য ধরে শুনেছেন। শুধু তাই নয়, রাজ্যপাল বোস এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের নজরে আনবেন বলেও জানানো হয়েছে রাজভবনের বিবৃতিতে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বাংলার মানুষদের উন্নয়নের স্বার্থে যা যা করণীয়, সেই সব করতে চান রাজ্যপাল বোস।
তাৎপর্যপূর্ণ একটি বিষয় হল, আজ বিকেলে মিনিট কুড়ির এই বৈঠকের পরই ফের দিল্লিতে উড়ে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ সন্ধের বিমানেই দিল্লি যাওয়ার কথা তাঁর। একশো দিনের কাজের টাকার ইস্যুতে অভিষেকদের সঙ্গে এই বৈঠকের পরই রাজ্যপালের এই দিল্লিযাত্রা আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।