কলকাতা: রাজভবনের বাইরে অবস্থান মঞ্চ তৈরি করেছে তৃণমূল। রাজ্যপাল বোসের সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত লাগাতার ধরনা শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ ধরনা-অবস্থানের তৃতীয় দিন। আর অবস্থান মঞ্চে অভিষেকের সঙ্গী রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কণিকা’ হাতে আজ দেখা গেল অভিষেককে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে সামনের ড্যাশবোর্ডে রাখা থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতবিতান’। আর এবার অভিষেকের হাতেও দেখা গেল রবীন্দ্রনাথের বই।
দীর্ঘ ৩৪ বছরের বাম জমানার অবসান ঘটিয়ে বাংলার ক্ষমতা এসেছে তৃণমূল কংগ্রেস। আর এই রাজনৈতিক পালাবদলের সময় অন্যতম অনুঘটক হিসেবে কাজ করেছিল সিঙ্গুর আন্দোলন। জমি আন্দোলনের সেই দিনগুলিতে সিঙ্গুরের জমি জীবন জীবিকা রক্ষা কমিটির ব্যানারে তৃণমূল ছাড়াও অন্যান্য অনেক দল এসে যোগ হয়েছিল। তখন তৃণমূলের ব্যানারেও দেখা গিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে। সেখানে লেখা ছিল, ‘সর্ব খর্বতারে দহে তব ক্রোধ দাহ, হে ভৈরব শক্তি দাও ভক্ত পানে চাহ।’ তৎকালীন বাম শাসনের বিরুদ্ধে লড়াইয়ে এবং মতাদর্শগত অবস্থানের দিক থেকে ঘাসফুল শিবির তুলে ধরেছিল রবীন্দ্রনাথকে।
পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ড্যাশবোর্ডেও দেখা যেতে শুরু করে রবীন্দ্রনাথের ‘গীতবিতান’। এর এখন দলের সুপ্রিমো মমতার মতোই আন্দোলনের পথে রবীন্দ্রনাথকে পাথেয় করেই এগোচ্ছেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এখন আরও নজর দিয়েছেন জনসংযোগে। নবজোয়ার যাত্রায় নেমে জেলায় জেলায়, গ্রামে গ্রামে পৌঁছে গিয়েছেন। দলনেত্রী মমতার মতোই মাঠে-ময়দানে নেমে রাজনীতিতে, জনসংযোগে জোর দিয়েছেন অভিষেক।
আর এবার রবীন্দ্রনাথের ‘কণিকা’ হাতে দেখা মিলল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর সেই ছবিই ছড়িয়ে দিচ্ছে তৃণমূলের মিডিয়া সেল। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে, বাংলা ও বাঙালির পক্ষে সওয়াল করতে কি এবার রবীন্দ্রনাথকে অস্ত্র করছে তৃণমূল? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে।