কলকাতা: দুপুর থেকে হাঁটা শুরু। বিকেলে রাজভবনের সামনে। কিন্তু রাজভবন আজ ফাঁকা। রাজ্যপাল সি ভি আনন্দ বোস উত্তরবঙ্গ থেকেই আবার ফিরে গিয়েছেন দিল্লিতে। আর এদিকে শূন্য রাজভবনের সামনে মঞ্চে বেঁধে বসে থাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে ২৫ জনের এক প্রতিনিধি দলকে পাঠিয়েছেন রাজভবনে চিঠি পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু রাজভবনের দুয়ারে ধরনা মঞ্চ এখনই ছাড়ছেন তা অভিষেক। তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে রাজ্যপাল দেখা না করা পর্যন্ত মঞ্চ ছাড়বেন না তিনি। রাতভর বসে থাকবেন সেখানেই।
আজ সন্ধেয় রাজভবনের বাইরে ধরনামঞ্চ থেকে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়ালেন অভিষেক। বললেন, “রাজ্যপাল যতক্ষণ না আমাদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করবে, আমরা এই ধরনামঞ্চ ছেড়ে যাব না। আমরা এখানেই থাকব। আমি এখানেই রাত কাটাব, এখানেই বসে থাকব।” বৃহস্পতিবার রাত ৯ টা আজকের মতো কর্মসূচি শেষ হবে। তারপর আগামিকাল বেলা ১১ টা থেকে ফের শুরু হয়ে যাবে কর্মসূচি। আর অভিষেক রাতভর থাকবেন মঞ্চেই।
রাজ্যপাল বোসের সঙ্গে আজ না হওয়ায় আরও সুর চড়িয়েছেন অভিষেক। অতীতে বিজেপির প্রতিনিধিদলের সঙ্গে রাজ্যপাল দেখা করলেও, তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে কেন দেখা করছেন না তিনি, সেই নিয়েও প্রশ্ন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। অভিষেকের বক্তব্য, বিজেপির প্রতিনিধিদলকে রাজ্যপাল বোস এক ফোনেই সাক্ষাতের সময় দিয়ে দিয়েছেন। কিন্তু তৃণমূলের থেকে একাধিকবার রাজ্যপালকে মেল করার পরেও তাঁদের সঙ্গে কেন দেখা করছেন না, সেই নিয়েই প্রশ্ন অভিষেকের।
উল্লেখ্য, আজ রাজ্যপাল শিলিগুড়িতে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার সময় দিয়েছিলেন বটে। কিন্তু সেই সময় দেওয়ার ধরন নিয়েও প্রশ্ন অভিষেকদের। তাঁর বক্তব্য, রাজ্যপালের তরফে আজ সকাল সাড়ে ৯টা – ১০টা নাগাদ তাঁদের কাছে মেল এসেছিল। বলা হয়েছিল, রাজ্যপাল শিলিগুড়ির সার্কিট হাউজ়ে থাকবেন, তাই শিলিগুড়িতে গিয়ে দেখা করতে বলা হয়েছিল। কিন্তু অভিষেকদের বক্তব্য, তাঁরা খোঁজখবর নিয়ে জানতে পারেন, রাজ্যপাল বোস বিকেল ৪টে পর্যন্ত শিলিগুড়িতে থাকবেন। বললেন, “সকাল সাড়ে ৯টা – ১০টার মধ্যে মেল করে বলছেন, ২-৩ ঘণ্টার মধ্যে শিলিগুড়িতে চলে যেতে। এই জমিদারি প্রথার বিরুদ্ধেই আমাদের আন্দোলন ও লড়াই।”
প্রসঙ্গত, শিলিগুড়ি থেকে আবার দিল্লিতেই ফিরে গিয়েছেন রাজ্যপাল বোস। সন্ধেয় দিল্লিতে বঙ্গভবনে পৌঁছান তিনি। সেখানে গাড়ি থেকে নামার সময় দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্ন শোনেন। রাজভবনের বাইরে ধরনা ও তৃণমূলের রাতভর অবস্থানের বিষয়ে প্রশ্ন করা হলেও তিনি কোনও উত্তর করেন না। প্রশ্ন শুনে ভিতরের দিকে চলে যান।