কলকাতা: রাজভবনের বাইরে আজ সারারাত কাটাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করে দিয়েছেন, রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত তাঁরা ধরনামঞ্চ ছাড়বেন না। জানিয়ে দিয়েছেন, তিনি রাতভর রাজভবনের সামনেই বসে থাকবেন। অভিষেক যখন এই ঘোষণা করছিলেন, তখন কলকাতার আকাশে কালো মেঘ। আকাশে তারার দেখা নেই। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। এই দুর্যোগের রাত বাড়ির বাইরেই কাটাবেন তিনি। অভিষেকের এই ঘোষণার কিছুক্ষণ পরেই ধরনামঞ্চের কাছে দেখা গেল রুজিরা বন্দ্যোপাধ্যায়কে।
রাজভবনের বাইরে অভিষেকদের ধরনা মঞ্চের কাছে বেশ কিছুক্ষণ দেখা যায় তাঁকে। যদিও খুব বেশি সময় দেখা যায়নি। ভিড়ের মধ্যে আসেন, অল্প সময়ের মধ্যেই আবার ভিড়ে মিলিয়ে যান। প্রসঙ্গত, অভিষেকের কোনও রাজনৈতিক কর্মসূচির মঞ্চে এই প্রথমবার দেখা গেল তাঁর স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্য়ায়কে। আজ অভিষেকদের এই কর্মসূচিতে তৃণমূলের প্রথম সারির সব নেতা-মন্ত্রীরা উপস্থিত ছিলেন। এদিন অভিষেকের বক্তব্য শেষের পর মঞ্চের কাছে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গেও কথা বলতে দেখা যায় রুজিরাকে।
উল্লেখ্য, সম্প্রতি নিয়োগ মামলাতেও রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও ইডি তলব করেছে বলে সূত্রের খবর। এর আগে অন্য মামলাতেও রুজিরাকে ডেকেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে নিয়োগ মামলায় এই প্রথম তলব। আলাদাভাবে ডাকা হয়েছে অভিষেকের বাবা ও মাকেও। গতকালও এই নিয়ে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিয়েছেন, বাবা-মা-স্ত্রীকে তলব করেও তাঁকে দমিয়ে রাখা যাবে না। বাবা-মা-স্ত্রীকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের কথা আজ রাজভবনের বাইরে বক্তব্য রাখার সময়েও উঠে এসেছে অভিষেকের গলায়।