Mamata Banerjee: পদযাত্রা শেষে সুদীপ-কুণালকে ডেকে কথা মমতার, কী বার্তা দিলেন দলনেত্রী

Susovan Bhattacharya | Edited By: Soumya Saha

May 29, 2024 | 7:30 PM

Mamata Banerjee: যে পথে মোদী রোড শো করেছেন, সেই একই পথে আজ হাঁটলেন তৃণমূল নেত্রী। পদযাত্রী শেষে গাড়িতে বসে সুদীপের সঙ্গে কথার মাঝেই কুণালকে ডাকলেন তৃণমূল সুপ্রিমো। কথা বললেন দু'জনের সঙ্গে। কী বার্তা দিলেন দলনেত্রী?

Mamata Banerjee: পদযাত্রা শেষে সুদীপ-কুণালকে ডেকে কথা মমতার, কী বার্তা দিলেন দলনেত্রী
কুুণাল ও সুদীপের সঙ্গে কথা মমতার
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: লোকসভা ভোটের একেবারে লাস্ট ল্যাপ চলছে। শেষ দফার প্রচারে আজ কলকাতায় পদযাত্রা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতকাল কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর আজ সেই কলকাতা উত্তরেই তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মমতার পদযাত্রা। পদযাত্রায় হাঁটলেন কুণাল ঘোষ, শশী পাঁজা-সহ দলের অন্যান্য নেতৃত্বও। যে পথে মোদী রোড শো করেছেন, সেই একই পথে আজ হাঁটলেন তৃণমূল নেত্রী। পদযাত্রী শেষে গাড়িতে বসে সুদীপের সঙ্গে কথার মাঝেই কুণালকে ডাকলেন তৃণমূল সুপ্রিমো। কথা বললেন দু’জনের সঙ্গে।

মমতার সঙ্গে কী নিয়ে কথা হল কুণাল ও সুদীপের? তা নিয়ে প্রশ্ন করায় কুণাল ঘোষ বললেন, ‘উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র আমাদের জেতা কেন্দ্র। আমাদের হাতে থাকা লোকসভা কেন্দ্র। এটা আরও একবার জিততে হবে। তারই কিছু পরামর্শ বা নির্দেশ তিনি দিয়েছেন।’ কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আবার বক্তব্য, তাঁকে জয়ের মার্জিন আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন দলনেত্রী। সুদীপের কথায় মমতা তাঁকে বলেছেন, ‘যত বেশি ভোটে পারেন, জিতে আসুন।’

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে উত্তর কলকাতা কেন্দ্রে শাসক দলের অন্দরে একাধিক অসন্তোষের তত্ত্ব উঠে এসেছে। কখনও ‘ফোঁস’ করেছেন কুণাল ঘোষ। কখনও আবার ‘বিদ্রোহ’ ঘোষণা করেছেন দলেরই কাউন্সিলর। ভোটের আগে যখন এমন বেশ কিছু বিক্ষিপ্ত ইস্যু নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, তখন কুণাল ও সুদীপকে ডেকে মমতার এই কথা বলা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Next Article