AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: শীঘ্রই কলকাতায় ফিরছেন রাজ্যপাল, বৈঠক শেষে জানালেন তৃণমূলের প্রতিনিধিরা

Darjeeling: শনিবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শেষে তারা জানিয়েছে, খুব তাড়াতাড়ি কলকাতায় ফিরছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুধু তাই নয়, তৃণমূলের দাবি, রাজ্যপাল এদিনের বৈঠকে অভিষেকের ভূয়সী প্রসংশাও করেছেন।

TMC: শীঘ্রই কলকাতায় ফিরছেন রাজ্যপাল, বৈঠক শেষে জানালেন তৃণমূলের প্রতিনিধিরা
এক্স হ্যান্ডেলে ছবিটি শেয়ার করেছেন মহুয়া মৈত্র। Image Credit: X
| Edited By: | Updated on: Oct 07, 2023 | 8:27 PM
Share

কলকাতা: রাজভবনের সামনে ধরনায় বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রয়েছেন তৃণমূলের প্রথম সারির নেতা থেকে শুরু করে ছাত্র, যুব সংগঠনের বহু মুখ। তিনদিন ধরে এই ধরনা চলছে। অভিষেক জানিয়েছেন, রাজ্যপাল কলকাতায় না ফেরা অবধি ধরনা চলবে। এরইমাঝে রাজ্যপালের ডাকে দার্জিলিংয়ে যায় তৃণমূলের এক প্রতিনিধি দল। শনিবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শেষে তারা জানিয়েছে, খুব তাড়াতাড়ি কলকাতায় ফিরছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুধু তাই নয়, তৃণমূলের দাবি, রাজ্যপাল এদিনের বৈঠকে অভিষেকের ভূয়সী প্রসংশাও করেছেন। রাজ্যপাল অভিষেক প্রসঙ্গে বলেছেন, ‘আপকামিং লিডার অব নেশন’, দাবি তৃণমূলের প্রতিনিধি দলের। অন্যদিকে রাজভবন সূত্রে খবর, তৃণমূলের প্রতিনিধিদের রাজ্যপাল আশ্বাস দিয়েছেন, তাদের দাবিদাওয়া কেন্দ্রীয় সরকারকে জানাবেন। বাংলার মানুষের জন্য তিনি যা যা করার সবটাই করবেন।

এই বৈঠকের পর এক্স হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। লেখেন, সবেমাত্র দার্জিলিংয়ের রাজভবন থেকে বেরিয়ে এলেন। মহুয়ার দাবি, ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে তৃণমূলের সমস্ত দাবি যে ন্যায়সঙ্গত, তা মেনে নিয়েছেন রাজ্যপাল। কথা দিয়েছেন, সমস্ত সমাধান হবে। তবে একইসঙ্গে বলেছেন, যদি কোনও রাজনৈতিক চাপ আসে উনি কিছু করতে পারবেন না।

এদিন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শেষে তৃণমূলের প্রতিনিধি দল বেরিয়ে যখন দার্জিলিংয়ে এমন কথা বলছেন, তখন কলকাতায় সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমার ভেবে অবাক লাগল, রাজ্যপালের একটাই কর্মসূচি ছিল তৃণমূলের সঙ্গে দেখা করা। তাহলে আপনি কলকাতায় এলেন না কেন ? সবাই দেখা করতে পারত। আমদের দাবি যে ন্যায্য রাজ্যপাল তা স্বীকার করেছেন। উনি বলেছেন কলকাতায় ফিরে দেখা করবেন। তবে রাজনৈতিক চাপ থাকলে কিছু করতে পারবেন না, সেটাও রাজ্যপাল বলেছেন।”

অন্যদিকে রাজ্যপালের সঙ্গে তৃণমূলের সাক্ষাৎ প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “রাজ্যপাল দেখা করবেন কি করবেন না সেটা রাজ্যপালই জানেন। আমি রাজভবনের প্রতিনিধি নই। তবে রাজ্যপালের ব্যবস্থা নেওয়া উচিত। ১৪৪ ধারা অগ্রাহ্য করে একটা নাটক মঞ্চস্থ হবে, বিধি ভেঙে রাজভবনের সামনে মঞ্চ হবে, এটা কোনওদিন হয়নি পশ্চিমবঙ্গে।”