কলকাতা: করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। আপাতত সুস্থ আছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। বাড়িতেই আছেন তিনি। তবে এখনই ছোটাছুটি করা যাবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন ডাক্তাররা। টানা কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে তাঁকে।
এমনিতেই শ্বাসের সমস্যা রয়েছে অনুব্রতর। প্রায় দিনই অক্সিজেন নিতে হয় তাঁকে। কিন্তু বুধবার রাতে হঠাৎই বাড়াবাড়ি রকমের শ্বাসকষ্ট শুরু হয়। বৃহস্পতিবার বেলা অবধি বোলপুরেই চিকিৎসা চলছিল। কিন্তু পরিস্থিতি খুব একটা আয়ত্তে না আসায় সিদ্ধান্ত হয় কলকাতায় আনা হবে তাঁকে। অক্সিজেন স্যাচুরেশনও কমে গিয়েছিল বলে সূত্রের খবর।
আরও পড়ুন: ভাঙা হয়েছে গেঞ্জি কারখানার দেওয়াল; এখনও ইতি উতি আগুনের ফুলকি, তপ্ত জতুগৃহে ঢুকতে পারছে না কেউ
কোভিড পরিস্থিতিতে ‘কেষ্ট’র এ হেন শারীরিক পরিস্থিতিতে উদ্বেগ বাড়ে তাঁর অনুগামীদেরও। কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তড়িঘড়ি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হলে সে রিপোর্ট নেগেটিভ আসে। রাতে কলকাতার ফ্ল্যাটেই ফিরে যান তিনি।