Kunal on Buddhadeb: ‘বুদ্ধবাবুকে আদিখ্যেতা করে মহাপুরুষ বানাবেন না’, মন্তব্য কুণালের, কটাক্ষ সুকান্তর

সিজার মণ্ডল | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 30, 2023 | 4:32 PM

Buddhadeb Bhattacharya: এ দিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "বুদ্ধদেব ভট্টাচার্যের আরোগ্য কামনা আমি করছি। কিন্তু তার পাশাপাশি যাঁরা ওনাকে আদিখ্যেতা করে মহাপুরুষ সাজাচ্ছেন তার সঙ্গে একমত নই।

Kunal on Buddhadeb: বুদ্ধবাবুকে আদিখ্যেতা করে মহাপুরুষ বানাবেন না, মন্তব্য কুণালের, কটাক্ষ সুকান্তর
বুদ্ধবাবুকে নিয়ে কুণাল ঘোষের প্রতিক্রিয়া
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ‘মহাপুরুষ’ না বানানোর আর্জি জানিয়ে শনিবার নিজের ফেসবুকে পোস্ট করেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আর তাঁর সেই পোস্ট ঘিরে পড়ে যায় শোরগোল। কুণালের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে রবিবারও নিজের মন্তব্যে অনড় থাকলেন কুণাল।

এ দিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “বুদ্ধদেব ভট্টাচার্যের আরোগ্য কামনা আমি করছি। কিন্তু তার পাশাপাশি যাঁরা তাঁকে আদিখ্যেতা করে মহাপুরুষ সাজাচ্ছেন, তার সঙ্গে একমত নই। কারণ বুদ্ধদেববাবুর জমানায় সিপিএম অনেক ভুল কাজ করেছে। আর ওঁর ঔদ্ধত্যে বহু মানুষের ক্ষতি হয়েছে। এর মধ্যে ভুল কী বলেছি?” এখানেই শেষ নয়, তৃণমূল নেতা এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতার প্রসঙ্গ টেনে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত লাগলে যে সিপিএম-বিজেপি মিম বানিয়ে ভরিয়ে দেয়। তাদের কাছ থেকে রুচি শিখব না। যা বলছি বেশ করছি।”

বস্তুত, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এই মুহূর্তে উডল্যান্ডসে ভর্তি রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁকে দেখতে হাসপাতালে যেমন বাম নেতারা গিয়েছেন, তেমনই বিরোধী দলেরও বহু নেতাদের শনিবার থেকেই দেখা গিয়েছে হাসপাতাল চত্বরে। রবিবার তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এ দিন তৃণমূলের কোনও নেতা-নেত্রীকে দেখা যায়নি। তবে সূত্রের খবর, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে বুদ্ধবাবুর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ খবর নিয়েছেন।

গতকাল কী পোস্ট করেছিলেন কুণাল?

তৃণমূল নেতা ফেসবুক পোস্টে লিখেছেন, “বুদ্ধবাবুর আরোগ্য আমিও চাই, উনি সুস্থ থাকুন; কিন্তু দয়া করে আদিখ্যেতার পোস্টে ওঁকে মহাপুরুষ বানাবেন না। উনি সিপিএম আর ওঁর ঔদ্ধত্যপূর্ণ ভুলে বহু ক্ষতি হয়েছে।”

 

এ দিকে, তাঁর এই মন্তব্যের সমালোচনা করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কুণাল ঘোষের রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন। সঙ্গে এও বলেছেন, আর যাই হোক বুদ্ধবাবুকে ‘চোর’ বলে কেউ আঙুল তুলতে পারবে না।

Next Article