কলকাতা: বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (sukanta majumdar) হুমকি প্রাক্তন বিডিও-র বিরুদ্ধে। হোয়াটস অ্যাপে হুমকি দেওয়া হয়েছে তাঁকে। এমনটাই দাবি বিজেপি-র রাজ্য সভাপতির। মণিপুরের ঘটনার প্রসঙ্গ টেনে হুমকি দেন হরিরামপুরের প্রাক্তন ওই বিডিও।
সুকান্ত মজুমদারের দাবি, হরিরামপুরের প্রাক্তন বিডিও শ্রীমান বন্দ্যোপাধ্যায় তিনি হোয়াটস অ্যাপে মেসেজ পাঠান তাঁকে। অভিযোগ, সুকান্ত মজুমদারকে তিনি বলেন, “স্যর আপনারা না জিতলে কাপড় খুলে যাবে।” বিজেপি-র রাজ্য সভাপতির বক্তব্য, একজন সরকারি আধিকারিক এই ধরনের কোনও হুমকি দিতে পারেন কি?
গোটা বিষয়টি নিয়ে মুখ্য সচিবের দ্বারস্থ হবেন বলেও জানান সুকান্তবাবু। চিঠি লিখে তিনি জানাবেন, একজন সরকারি আধিকারিক তার পাশাপাশি আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার।
তবে এই বিষয়ে এখনও পর্যন্ত শ্রীমান বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি। জানা যাচ্ছে, এই মুহূর্তে তিনি পশ্চিম মেদিনীপুরের সরকারি কোনও দফতরের দায়িত্বে রয়েছেন। সুকান্ত মজুমদারের বক্তব্য, একজন সরকারি আধিকারীক কী ভাষায় কথা বলছেন তাও নজর রাখা উচিত।
সুকান্ত মজুমদার বলেন, “বিডিও-রা তৃণমূলের দলদাস হিসাবে কাজ। একজন বিডিও আমায় হোয়াটস অ্যাপে মেসেজ করে হুমকি দিচ্ছেন। আমি জিজ্ঞাসা করেছি আপনি সরকারি আধিকারিক। এইভাবে কি কথা বলতে পারেন?”